আজ আইপিএল ২০২৫-এর গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (KKR) নামতে চলেছে পাঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে। এটি ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হতে চলা ১০০তম আইপিএল ম্যাচ হবে। দুই দলই প্লে-অফের দৌড়ে টিকে থাকার জন্য মরিয়া, যদিও KKR রয়েছে সাত নম্বরে এবং PBKS কিছুটা সুবিধা জনক পরিস্থিতিতে পাঁচ নম্বরে অবস্থান করছে।
ইডেন গার্ডেন্সের পিচ সাধারণত ব্যাটসম্যানদের বন্ধু, তবে বোলাররাও সঠিক জায়গায় বল ফেলতে পারলে সুবিধা পান। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ৯৯টি ম্যাচের মধ্যে প্রথম ইনিংসে ব্যাট করা দল জয় পেয়েছে ৪১ বার এবং রান তাড়া করা দল জয় পেয়েছে ৫৬ বার। যদিও চলতি আইপিএলে এখনও পর্যন্ত চারটি ম্যাচের মধ্যে মাত্র একবারই রান তাড়া করে জয় এসেছে। এই তথ্য থেকে স্পষ্ট, মাঠের পরিস্থিতি প্রতি বছর বদলাচ্ছে।
ইডেন গার্ডেন্সে প্রথম ইনিংসে গড় স্কোর ১৬৮, যেখানে দ্বিতীয় ইনিংসে গড় স্কোর ১৫৪। সুতরাং টস জিতে প্রথমে ব্যাট করাও একটি ভালো কৌশল হতে পারে, বিশেষ করে যদি পরে শিশির বা বল স্লো হয়ে আসে।
বোলারদের দিক থেকে বিচার করলে, এই মাঠে পেসাররা বেশি সফল। আইপিএলে ইডেনে পেসাররা মোট ৫৮৬ উইকেট নিয়েছেন, যেখানে স্পিনাররা নিয়েছেন ৪২৯ উইকেট। পেসারদের সাফল্যের হার ৫৮ শতাংশ, তবে স্পিনারদের অবদানও কম নয়।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.