গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর মধ্যে গতকালের ম্যাচ কেবল দুই দলের ভিতরে সীমাবদ্ধ ছিল না, বরং আমরা বিরাট কোহলি বনাম খলিল আহমেদের মধ্যে ব্যক্তিগত লড়াই দেখেছি।
ঘটনার শুরু ম্যাচের তৃতীয় ওভারে, যখন খলিল আহমেদ বোলিংয়ে আসেন। ওভারের পঞ্চম এবং ষষ্ঠ বলে বিরাট কোহলি টানা দুটি দুর্দান্ত ছক্কা হাঁকান। এই দুই ছক্কা ভক্তদের মনে করিয়ে দেয় এপ্রিল মাসের সেই ম্যাচের কথা, যেখানে খলিল কোহলিকে একটি বাউন্সার দিয়ে চমকে দিয়েছিলেন। সেদিন কোহলি সেই বলটি খেলতে ব্যর্থ হন এবং ম্যাচ শেষে খলিলের সঙ্গে তার কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সেই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরালও হয়।
তবে এদিন কোহলি যেন মাঠেই জবাব দিলেন। খলিলের বলেই ছক্কা হাঁকিয়ে তিনি বুঝিয়ে দিলেন, প্রতিদ্বন্দ্বিতা এখনো বেঁচে আছে। যদিও খলিল এদিন সরাসরি কোনো প্রতিক্রিয়া দেখাননি, কিন্তু যখন স্যাম কারানের এক ডেলিভারিতে বিরাট কোহলির ক্যাচ ধরলেন, তখন তাঁকে দেখা যায় রাগে বল মাটিতে ছুঁড়ে মারতে।
এই ঘটনাগুলোর প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা। ভক্তরা দুই তারকার মধ্যকার এই ঠান্ডা যুদ্ধ নিয়ে নানা রকম পোস্ট এবং মিম শেয়ার করেছেন। কারও মতে, কোহলির শট খেলা ছিল খলিলের আগের আচরণের কড়া জবাব, আবার কেউ বলছেন – মাঠে প্রতিযোগিতা থাকতেই পারে, তবে তা যেন খেলোয়াড়সুলভ আচরণের সীমা অতিক্রম না করে।
এদিন ধোনির টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত খুব একটা কাজে আসেনি, কারণ আরসিবির ব্যাটাররা শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট চালাতে থাকেন। বিশেষ করে কোহলির শুরুটা ছিল চোখ ধাঁধানো, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.