আজ, ২৬ এপ্রিল কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২৫ এর ৪৪তম ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (KKR) পঞ্জাব কিংস (PBKS)। এই ম্যাচটি সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে, এবং টস হবে ম্যাচ শুরুর ৩০ মিনিট আগে। কেকেআরের অধিনায়ক অজিঙ্কা রাহানে এবং পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আয়ার আজকের ম্যাচ জিততে মরিয়া চেষ্টা করবেন।
বিশেষ করে গতবছরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তারা আজ পঞ্জাবের কাছে হেরে যায়, তাহলে তাদের প্লে-অফের স্বপ্ন ধাক্কা খাবে। অন্যদিকে পাঞ্জাব কিংস ইতিমধ্যেই কলকাতাকে একবার পরাজিত করেছে। এমন পরিস্থিতিতে, কলকাতার লক্ষ্য হবে প্রতিশোধ নেওয়া। আর পাঞ্জাব চাইবে কলকাতাকে হারিয়ে প্লে-অফের দৌড়ে থাকতে।
কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের মধ্যে হেড টু হেড রেকর্ডে কলকাতা নাইট রাইডার্স এগিয়ে রয়েছে। এখনও পর্যন্ত মোট ৩৪টি ম্যাচে কলকাতা ২১টি ম্যাচ জিতেছে, আর পঞ্জাব কেবল ১৩টি ম্যাচে জয়ী হয়েছে। তবে, পাঞ্জাব এই মরসুমে কলকাতাকে একবার পরাজিত করেছে, এবং গত পাঁচটি ম্যাচে পঞ্জাব ৩-২ ব্যবধানে এগিয়ে রয়েছে।
আজকের ম্যাচে কেকেআরের সম্ভাব্য একাদশে থাকবেন রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সুনীল নারায়ণ, অজিঙ্কা রাহানে (কাপ্তান), অঙ্কৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আয়ার, রিংকু সিং, আন্দ্রে রাসেল, মইন আলি বা রোভম্যান পাউয়েল, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, এবং বৈভব অরোরা।
আর পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশে থাকবেন প্রবসিমরন সিং, প্রিয়ানশ আর্য, শ্রেয়স আয়ার (কাপ্তান), জশ ইংলিস (উইকেটকিপার), নেহাল সিং, শশাঙ্ক সিং, মার্কাস স্টোইনিস, মার্কো জানসন, জেভিয়ের বার্টলেট, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, এবং হারপ্রীত ব্রার বা বি বিজয়কুমার।
কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম পাঞ্জাব কিংসের মধ্যে ম্যাচটি ভারতীয় দর্শকরা স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি দেখা যাবে। এছাড়া মোবাইল থেকে JioHotstar এর মাধ্যমে খেলাটি লাইভ দেখা যাবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.