আইপিএল ২০২৫ মরশুমে চেন্নাই সুপার কিংসের (CSK) অধিনায়ক হিসেবে ফিরে আসার দিন সুখের হল না মহেন্দ্র সিংহ ধোনির। কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর কাছে চেন্নাইয়ের অসহায় পরাজয়ের পাশাপাশি ঘরের মাঠে ইতিহাসের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার লজ্জাজনক রেকর্ডের সাক্ষী থাকতে হল ভারতীয় সাবেক অধিনায়ককে। চেন্নাইয়ের ব্যাটিং ও বোলিং উভয় ক্ষেত্রেই ব্যর্থতা নজরে পড়েছে। আগে থেকেই দলটি খারাপ পারফরম্যান্স করছিল, তবে এই ম্যাচে তাদের কঙ্কালসার দশা আরও স্পষ্ট হয়ে ওঠে।
কলকাতার অধিনায়ক অজিঙ্ক রাহানে প্রথম থেকেই সঠিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন তিনি এবং দ্বিতীয় ওভারে মইন আলির হাতে বল দেন। মইন কনওয়েকে আউট করেন। এরপর, চেন্নাইয়ের ব্যাটসম্যানরা কলকাতার স্পিনারদের সামনে একেবারে অসহায় হয়ে পড়েন। সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী, ও মইন আলি মিলে মাত্র ৫৫ রানে ৬ উইকেট তুলে নেন।
চেন্নাইয়ের ব্যাটিং আক্রমণে নির্ভরযোগ্য খেলোয়াড়ের অভাব গতকাল বার বার সামনে এসেছে। রুতুরাজ গায়কোয়াড় ইনজুরিতে, শিবম দুবে এবং রবীন্দ্র জাডেজা রান করতে ব্যর্থ হন। ম্যাচে ধোনির নেতৃত্বেও হতাশার ছাপ স্পষ্ট। ধোনি নিজেও নয় নম্বরে ব্যাট করতে নামেন, কিন্তু কিছুই করতে পারেননি। ৪ বল খেলার পর এলবিডব্লিউ হয়ে আউট হন। এমন পরিস্থিতিতে, দলে দায়িত্ব নেওয়ার জন্য আর কাউকেই দেখা যায়নি।
এদিকে, কেকেআরের ১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিশেষ সমস্যা হয়নি। কলকাতার দুই ওপেনার নারাইন ও কুইন্টন ডি’কক পাওয়ার প্লে-তে দুর্দান্ত পারফরম্যান্স দেখান এবং ৬ ওভারে ৭১ রান করে পুরোপুরি ম্যাচের দখল নিয়ে নেন।
ধোনির নেতৃত্ব নিয়েও এই এদিন একাধিক প্রশ্ন সামনে এসেছে। স্পিনারদের যথাযথ ব্যবহারে ব্যর্থ হয়ে তিনি কেকেআরকে সহজেই জয় তুলে নিতে সাহায্য করেছেন বলে সমর্থকরা মনে করছেন। পার্পেল ক্যাপ হোল্ডার নুর আহমেদকে ৮ ওভারে কল করতে আনা নিয়ে প্রশ্ন উঠেছে। দুর্দান্ত ছন্দে থাকা এই আফগান স্পিনারকে ম্যাচের শুরুতে আনলে হয়তো আরও কয়েকটা উইকেট নেওয়া যেত, এমনটাই মনে করছেন সমর্থকরা।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.