Realme P4 Pro 5G ও Realme P4 5G দুর্দান্ত ফিচার সহ ভারতে লঞ্চ হল, রয়েছে 7000mAh ব্যাটারি

রিয়েলমি বুধবার ভারতে P4 সিরিজের ফোন লঞ্চ করল। এই লাইনআপের অধীনে দুটি মডেল এসেছে – Realme P4 Pro 5G ও Realme P4 5G। এই সিরিজের দাম শুরু হয়েছে ১৮,৪৯৯ টাকা থেকে। উভয় স্মার্টফোনে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল এআই-সমর্থিত প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৭,০০০ এমএএইচ ব্যাটারি। আবার পারফরম্যান্সের জন্য বেস মডেলে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপ, আর প্রো মডেলে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট। উভয় ফোনেই কোম্পানির AI Hyper Vision চিপসেট উপস্থিত। হ্যান্ডসেট দুটি রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট ও Flipkart থেকে কেনা যাবে।
Realme P4 Pro 5G এর দাম ও সেলের তারিখ
Realme P4 Pro 5G এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৪,৯৯৯ টাকা। আবার ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ২৬,৯৯৯ টাকা ও ২৮,৯৯৯ টাকা। এটি বিরচ উড, ডার্ক ওক উড, এবং মিডনাইট আইভি। লঞ্চ অফার হিসেবে Realme P4 Pro 5G ফোনটি সর্বোচ্চ ৩,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট, ২,০০০ টাকা এক্সচেঞ্জ অফার ও ৩ মাসের নো-কস্ট ইএমআই সহ কেনা যাবে। এর সেল শুরু হবে ২৭ আগস্ট দুপুর ১২টা থেকে।
Realme P4 5G এর মূল্য ও লভ্যতা
Realme P4 5G এর দাম শুরু হয়েছে ১৮,৪৯৯ টাকা থেকে, এই মূল্য ধার্য করা হয়েছে ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। এটি ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেও এসেছে। এদের দাম যথাক্রমে ১৯,৪৯৯ টাকা ও ২১,৪৯৯ টাকা। এই মডেলটি ইঞ্জিন ব্লু, ফোর্গ রেড ও স্টিল গ্রে কালার অপশনে পাওয়া যাবে। সেল অফার হিসেবে ক্রেতারা ২,৫০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার ও ১,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস পাবেন। ফোনটির আর্লি বার্ড সেল আছে ২০ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত। এর প্রথম সেল ২৫ আগস্ট দুপুর ১২টা থেকে শুরু হবে।
Realme P4 Pro 5G ও Realme P4 5G স্পেসিফিকেশন ও ফিচার
রিয়েলমি পি৪ প্রো ৫জি স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড 4D কার্ভ প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও সর্বোচ্চ ৬,৫০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। এটি স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ প্রসেসর, ১২ জিবি পর্যন্ত র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে। ফটোগ্রাফির জন্য পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান।
এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল Sony IMX896 OIS প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। সামনের-পেছনের উভয় ক্যামেরা দিয়ে 4K ভিডিও রেকর্ড করা যাবে।
Realme P4 5G ডিভাইসের কথা বললে, এতে ৬.৭৭-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪,৫০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর দ্বারা চালিত হবে। ক্যামেরা বিভাগে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সেন্সর ও ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। সাথে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
দুটি ফোনেই ৭,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং, ১০ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করবে। এতে VC কুলিং সিস্টেম উপলব্ধ। সিকিউরিটির জন্য রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।