চ্যাম্পিয়ন্স ট্রফির সময় আইসিসি, বিসিসিআই এবং পিসিবি-র মধ্যে যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল, সেটাই কার্যকর থাকছে। আর সেই চুক্তির শর্ত মেনেই ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলা ওয়ানডে মহিলা বিশ্বকাপে অংশ নেবে না পাকিস্তান দল। শনিবার বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি।
তিনি বলেছেন, “যে ভাবে ভারত পাকিস্তানে এসে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেনি এবং তাদের নিরপেক্ষ ভেন্যুতে খেলার অনুমতি দেওয়া হয়েছিল, ঠিক একই ভাবে আমরাও নিরপেক্ষ মাটিতে খেলব। চুক্তি যখন হয়েছে, সেটিকে সম্মান জানাতেই হবে।”
নকভি আরও জানান, নিরপেক্ষ ভেন্যুর ক্ষেত্রে পিসিবি-র কোনও পছন্দ বা আপত্তি নেই। ভারত ও আইসিসি যেখানে ঠিক করবে, সেখানেই খেলবে পাকিস্তান। অর্থাৎ পিসিবির তরফে বুঝিয়ে দেওয়া হয়েছে যে, তারা চুক্তির কোনও অন্যথা হতে দিতে নারাজ।
মূলত ভারতীয় কেন্দ্রীয় সরকারের আপত্তির কারণেই চ্যাম্পিয়ন লিগে ভারতীয় দল পাকিস্তানে খেলতে যেতে রাজি হয়নি। এরপরই আইসিসি, বিসিসিআই এবং পিসিবি-র মধ্যে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে ২০২৭ সাল পর্যন্ত সমস্ত আইসিসি ইভেন্টের জন্য একটি সমঝোতা চুক্তি হয়। সেখানে বলা হয়, এই সময়ের মধ্যে কোনও দলই একে অপরের দেশে গিয়ে খেলবে না। বরং নিরপেক্ষ মাঠে ম্যাচ আয়োজন হবে।
উল্লেখ্য, চলতি বছরে ভারতে ২৯ সেপ্টেম্বর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে আইসিসির ওয়ানডে মহিলা বিশ্বকাপ। কিন্তু চুক্তির দোহাই দিয়ে পাকিস্তান সেই টুর্নামেন্টে অংশ নেবে না ভারতের মাটিতে। এমনকি ২০২৬ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ যদি ভারতে আয়োজিত হয়, তাহলেও পাকিস্তান দল নাও অংশ নিতে পারে।
এই মুহূর্তে মাঠের পারফরম্যান্সে পাকিস্তানের মহিলা দল ভালো ছন্দে রয়েছে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে পাঁচটি ম্যাচেই জয় পেয়েছে তারা- আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড এবং বাংলাদেশের বিপক্ষে। দলের এমন পারফরম্যান্সের জন্য খেলোয়াড়দের প্রশংসা করতেও ভোলেননি পিসিবি চেয়ারম্যান।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.