আইপিএল ২০২৫-এ এক অভিনব দৃশ্যের সাক্ষী থাকল জয়পুর। রবিবারের ম্যাচে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি লড়াই চলাকালীন হঠাৎই দু’দলের দুই ব্যাটারের ব্যাট পরীক্ষা করলেন মাঠের আম্পায়াররা। সাধারণত ম্যাচ চলাকালীন এরকম ঘটনা দেখা যায় না, ফলে স্বাভাবিকভাবেই চমকে ওঠে দর্শকরা।
ঘটনার শুরু রাজস্থানের ইনিংসে। রাজস্থান ব্যাট করার সময় ১৬তম ওভারে নামেন শিমরন হেটমেয়ার। ব্যাট হাতে মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই আম্পায়ার তার ব্যাটটি পরীক্ষা করেন। আইপিএলের নিয়ম অনুযায়ী, ব্যাটের দৈর্ঘ্য ৩৮ ইঞ্চির বেশি হওয়া চলবে না। আম্পায়ারের সন্দেহ হয় হেটমেয়ারের ব্যাটের আকার নিয়ে। কিন্তু পরীক্ষার পরে দেখা যায়, ব্যাটটি নিয়ম মেনেই তৈরি।
এরপর বেঙ্গালুরুর ইনিংসে একইভাবে ব্যাট পরীক্ষা করা হয় ফিল সল্টের। সল্টের ব্যাটও নিয়মের মধ্যে ছিল। যদিও এই পরীক্ষার নির্দিষ্ট কারণ স্পষ্টভাবে জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে আম্পায়ারদের চোখে কিছু অসঙ্গতি ধরা পড়েছিল, তাই তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়।
আজ রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে প্রথমে ব্যাট করে রাজস্থান তোলে ১৭৩ রান। যশস্বী জয়সওয়াল করেন সর্বোচ্চ ৭৫ রান করেন। বেঙ্গালুরুর হয়ে বল হাতে সফল ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, জস হেজ়লউড এবং ক্রুণাল পান্ডিয়া, তারা প্রত্যেকেই একটি করে উইকেট নেন।
জবাবে ফিল সল্ট (৬৫), বিরাট কোহলি (৬২) ও দেবদত্ত পাড়িক্কলের (৪০) ব্যাটে ভর করে ১৫ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বেঙ্গালুরু। ব্যাট পরীক্ষা নিয়ে আলোচনার মধ্যেও দারুণ পারফরম্যান্সে সহজ জয় তুলে নেয় ফিল সল্টরা।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.