আইপিএল ২০২৫-এ ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠলো। রাজস্থান রয়্যালস (RR)-এর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি লখনউ সুপার জায়ান্টস (LSG)-এর কাছে দুই রানে পরাজয়ের পর রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (RCA) অ্যাড-হক কমিটির কনভেনর জয়দীপ বিহানি অভিযোগ করেছেন যে ম্যাচটি ফিক্সড ছিল।
বিহানি দাবি করেন “একটি শিশু পর্যন্ত বলবে এই ম্যাচটি ফিক্সড ছিল।” তিনি আরও অভিযোগ তোলেন যে আইপিএল চলাকালীন RCA-কে সম্পূর্ণরূপে বাইরে রাখা হয়েছে এবং জেলা পরিষদের মাধ্যমে স্টেডিয়াম ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। যদিও আগে RCA-র সঙ্গে বোর্ডের (BCCI) প্রাথমিক যোগাযোগ ছিল।
এই অভিযোগের পাল্টা জবাবে রাজস্থান রয়্যালসের সিনিয়র কর্মকর্তা দীপ রায় জানিয়েছেন, “আমরা এই ধরনের ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করছি। এসব মন্তব্য আমাদের ফ্র্যাঞ্চাইজি, মালিকানা প্রতিষ্ঠান (RMPL), রাজ্য ক্রীড়া পরিষদ এবং বিসিসিআই-এর ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। এমনকি ক্রিকেটের সততাও এতে প্রশ্নবিদ্ধ হচ্ছে।”
দীপ রায় আরও জানিয়েছেন রে, রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি এই ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দাখিল করেছে, যাতে জয়দীপ বিহানির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। ফ্র্যাঞ্চাইজির দাবি, শুধুমাত্র একটি ম্যাচে হারার ভিত্তিতে এভাবে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তোলা চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।
উল্লেখ্য, রাজস্থান রয়্যালস এবারের আইপিএলে ভালো পারফর্ম করছে না। আট ম্যাচে মাত্র দুটিতে জয় পেয়েছে দলটি। আগামী ২৪ এপ্রিল তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। ওইদিন ম্যাচ জিতে তারা সমস্ত সমালোচনার জবাব দেবে বলেই মনে করছে সমর্থকেরা।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.