৯০০ টাকার কমে সারা বছর কল ও ইন্টারনেট ডেটা, কোটি কোটি গ্রাহকদের সুখবর দিল Jio

ভারতের জনপ্রিয় টেলিকম সংস্থা Reliance Jio প্রতিদিনের চাহিদা অনুযায়ী নানা ধরনের প্রিপেইড প্ল্যান অফার করে। যেকারণে গ্রাহকদের পক্ষে সঠিক প্ল্যান বেছে নেওয়া যথেষ্ট কঠিন কাজ। অনেকেই দীর্ঘ মেয়াদী সুবিধা পাওয়ার আশায় বেশি দামি প্ল্যান রিচার্জ (Jio Recharge Plan) করে ফেলেন। তবে কম খরচে দীর্ঘ মেয়াদী সুবিধা নিতে চাইলে জিওর ৩৩৬ দিনের দুটি প্রিপেইড প্ল্যান হতে পারে আপনার জন্য সেরা।

Jio-এর ৩৩৬ দিনের রিচার্জ প্ল্যান

জিও বর্তমানে ৩৩৬ দিনের মেয়াদ সহ দুটি বিশেষ প্রিপেইড প্ল্যান অফার করছে। এর মধ্যে প্রথমটি একটি ভয়েস-অনলি প্ল্যান, যার মূল্য ১,৭৪৮ টাকা। এই প্ল্যানে গ্রাহকরা দেশের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করতে পারবেন এবং মোট ৩৬০০টি SMS পাঠানোর সুবিধাও পাবেন। তবে উল্লেখযোগ্যভাবে এই প্ল্যানে কোনো ইন্টারনেট ডেটা সুবিধা নেই। এটি মূলত তাদের জন্য, যারা শুধুমাত্র কল করার উদ্দেশ্যে ফোন ব্যবহার করেন।

অন্যদিকে, জিওফোন ব্যবহারকারীদের জন্য রয়েছে একটি আরও সাশ্রয়ী প্ল্যান, যার মূল্য মাত্র ৮৯৫ টাকা। এই প্ল্যানে প্রতিমাসে (প্রতি ২৮ দিনে) ২ জিবি করে ডেটা প্রদান করা হয়, অর্থাৎ পুরো ৩৩৬ দিনে মোট ২৪ জিবি ডেটা ব্যবহারের সুযোগ থাকে। এর সঙ্গে থাকছে আনলিমিটেড কলিং এবং প্রতি ২৮ দিনে ৫০টি SMS পাঠানোর সুবিধা।

এই দুইটি প্ল্যানের মধ্যে মূল পার্থক্য হলো—ভয়েস-অনলি প্ল্যানে কোনো ডেটা সুবিধা নেই এবং এটি সমস্ত গ্রাহকদের জন্য প্রযোজ্য, অন্যদিকে সস্তা হলেও জিওফোন প্ল্যানে ডেটা সহ নানা সুবিধা থাকলেও এটি শুধুমাত্র জিওফোন ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ।

সুতরাং, যদি আপনি শুধুমাত্র কলের জন্য একটি দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যান খোঁজ করেন, তাহলে ১,৭৪৮ টাকার প্ল্যানটি আপনার জন্য উপযুক্ত। আর যদি আপনি জিওফোন ব্যবহারকারী হন এবং সীমিত ডেটার পাশাপাশি দীর্ঘ দিনের ভ্যালিডিটি চান, তাহলে ৮৯৫ টাকার প্ল্যানটি নিঃসন্দেহে ভালো হবে।