৯০ দিনের রিচার্জে মিলবে দারুণ সুবিধা! Airtel, Jio ও Vi-র প্ল্যানের দাম ও বেনিফিট দেখুন

গ্রাহকরা এখন মাসিক রিচার্জ প্ল্যানের বদলে ৮৪ দিন বা ৯০ দিনের ভ্যালিডিটি যুক্ত প্ল্যানগুলি রিচার্জ করতে বেশি পছন্দ করেন। এই কারণে দেশের তিন বৃহত্তম টেলিকম সংস্থা Airtel, Jio ও Vodafone Idea (Vi) বেশ কয়েকটি ৮৪ দিনের বা ৯০ দিনের প্রিপেইড ও ডেটা প্যাক নিয়ে এসেছে। এই প্রতিবেদনে আমরা এই তিন সংস্থার সেরা কয়েকটি ৯০ দিনের রিচার্জ প্ল্যান (Airtel Jio Vi Recharge Plan) সম্পর্কে আলোচনা করবো।

এয়ারটেলের প্রিপেইড ও ডেটা প্যাক

এয়ারটেল ৯২৯ টাকার প্রিপেইড প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, ১০০টি এসএমএস এবং আনলিমিটেড কলের সুবিধা দেয়। সাথে আছে স্প্যাম অ্যালার্ট, অ্যাপোলো ২৪/৭ সার্কেল, ফ্রি হ্যালোটিউনস ও Airtel Xstream অ্যাপের সাবস্ক্রিপশন। অন্যদিকে সংস্থাটি ১৯৫ টাকার একটি ডেটা প্যাক নিয়েছ এসেছে, যেখানে মোট ১৫ জিবি ডেটা ও তিন মাসের জন্য JioHotstar (মোবাইল) ব্যবহারের সুযোগ আছে।

Jio-এর জনপ্রিয় প্ল্যান

জিও-এর ৮৯৯ টাকার প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কল, ১০০টি এসএমএস এবং অতিরিক্ত ২০ জিবি ডেটা দেওয়া হয়। এখানে অতিরিক্ত সুবিধা হিসেবে JioTV, Jio AI Cloud ও ৯০ দিনের জন্য JioHotstar সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত। আবার ডেটা প্যাকের মধ্যে ১৯৫ ও ১০০ টাকার দুটি প্ল্যান আছে, যেখানে যথাক্রমে ১৫ জিবি ও ৫ জিবি ডেটা এবং সাথে Hotstar সাবস্ক্রিপশন পাওয়া যায়।

Vi-এর রিচার্জ প্ল্যান

Vi-এর ১১১১ ও ১১১২ টাকার দুটি প্ল্যান আছে, এগুলি Vi One Fiber গ্রাহকদের জন্য উপলব্ধ। এখানে ২ জিবি ডেটা, আনলিমিটেড কল, SonyLiv ও Hotstar সাবস্ক্রিপশন ছাড়াও রয়েছে বীঞ্জ অল নাইট, উইকেন্ড ডেটা রোলওভার ও ডেটা ডিলাইটের সুবিধা।