Jio 98 Days Plan: এক রিচার্জে ৯৮ দিনের ভ্যালিডিটি! কোটি কোটি গ্রাহকের চিন্তা দূর করল Jio

যদি আপনি লম্বা ভ্যালিডিটি সহ জিওর সেরা কোনো রিচার্জ প্ল্যান (Jio Recharge Plan) খোঁজ করে থাকেন, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা জিওর বেশ কয়েকটি প্ল্যান সম্পর্কে বলবো যেগুলি 98 দিন পর্যন্ত ভ্যালিডিটি অফার করে। এর সাথে প্ল্যানগুলি প্রতিদিন 2GB ডেটা অফার করে। এক্ষেত্রে সমস্ত প্ল্যানের সাথে JioHotstar এর সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে। এর সাথে রয়েছে আনলিমিটেড কলিংয়ের সুবিধা।

জিওর 899 টাকার প্ল্যান

এই প্ল্যানের ভ্যালিডিটি 90 দিন। এখানে প্রতিদিন 2GB ডেটা দেওয়া হবে। এর সাথে কোম্পানির তরফে 20GB এক্সট্রা ডেটাও পাওয়া যাবে। এই প্ল্যানে আনলিমিটেড কলিং এবং জিও হটস্টার এর ফ্রি সাবস্ক্রিপশন মিলবে।

জিওর 949 টাকার প্ল্যান

এই প্ল্যানে 84 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এখানেও প্রতিদিন 2GB ডেটা অফার করা হয়। এর মধ্যে দেশজুড়ে সকল নেটওয়ার্কে অ্যানলিমিটেড কলিংয়ের সুবিধা এবং জিও হটস্টারের ফ্রি অ্যাক্সেস এই প্ল্যানে অন্তর্ভুক্ত আছে।

জিওর 999 টাকার প্ল্যান

জিওর এই প্ল্যানের ভ্যালিডিটি 98 দিন। এখানে প্রতিদিন 2GB ডেটা ব্যবহারের জন্য দেওয়া হচ্ছে। এই প্ল্যানে জিও হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এখানেও আনলিমিটেড কলিংয়ের সুবিধা উপভোগ করা যাবে।

আরও পড়ুন: জিওর 448 টাকার প্ল্যান ভ্যালিডিটি ৮৪ দিন

জিওর 1028 টাকার প্ল্যান

জিওর এই প্ল্যানের বৈধতা 84 দিন। এখানে রোজ 2GB ডেটা পাওয়া যাবে। প্ল্যানটি অ্যানলিমিটেড ভয়েস কলিং অফার করে। জিওর এই প্ল্যানে জিও হটস্টারের সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

জিওর 1029 টাকার প্ল্যান

84 দিন ধরে জন্য চলা জিওর এই প্ল্যানের সুবিধা উপরের 1028 টাকার প্ল্যানের মতোই। কেবল এখানে অ্যামাজন প্রাইম লাইটের ফ্রি অ্যাক্সেস পাওয়া যাবে।

জিওর 1299 টাকার প্ল্যান

এই প্ল্যানের বৈধতা 84 দিন। এখানে প্রতিদিন 2GB ডেটা ও আনলিমিটেড কলিংয়ের সুবিধা আছে। এর সাথে নেটফ্লিক্স এবং জিও হটস্টারের কনটেন্ট বিনামূল্যে দেখা যাবে।