এদিন দেশে নতুন ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন পরিষেবা (আইপিটিভি) চালু করল দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Airtel। আপাতত নির্দিষ্ট কিছু টেলিকম সার্কেলে এই পরিষেবা চালু করা হয়েছে। এয়ারটেল ব্ল্যাক (Airtel Black) উদ্যোগের মাধ্যমে সুবিধাটি পাওয়া যাবে। এটি এয়ারটেল প্রিমিয়াম পোস্টপেইড, মোবাইল, ডিজিটাল টিভি এবং ফাইবার পরিষেবাগুলিকে এক ছাতার তলায় আনে।
গ্রাহকরা এয়ারটেল ব্ল্যাকের অধীনে দুটি বা তার বেশি পরিষেবা একটি প্ল্যানে একত্রিত করতে পারবেন। জানা গিয়েছে, এয়ারটেল ব্ল্যাক প্ল্যানের সাথে যুক্ত আইপিটিভি পরিষেবা চালু হওয়ার সঙ্গে, গ্রাহকরা সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের মাধ্যমে উচ্চমানের ডিজিটাল কনটেন্ট উপভোগ করতে পারবেন।
আইপিটিভি হল একটি ডিজিটাল টেলিভিশন সম্প্রচার প্রযুক্তি, যা কেবল, স্যাটেলাইট বা ওভার-দ্য-এয়ার সিগন্যালের পরিবর্তে ইন্টারনেটের মাধ্যমে টিভি কন্টেন্ট অফার করে। ইন্টারনেট প্রোটোকল (আইপি) ব্যবহার করে টিভি কন্টেন্ট সরবরাহ করার জন্য একটি ব্যক্তিগত ও নির্দিষ্ট নেটওয়ার্ক ব্যবহার করে কোম্পানি।
ব্যবহারকারীদের ইন্টারনেট সংযোগ ব্যবহার করে লাইভ টিভি চ্যানেল, অন-ডিমান্ড ভিডিয়ো এবং অন্যান্য মাল্টিমিডিয়া কন্টেন্ট স্ট্রিম করার অনুমতি দেয়। পাশাপাশি স্ট্রিমিং কন্টেন্ট রিয়েল-টাইম ভিত্তিতে বা অন-ডিমান্ড স্ট্রিমিং প্রোটোকল ব্যবহার করে সরবরাহ করা হয়।
জানা গিয়েছে, Airtel নির্বাচিত সার্কেলে আইপিটিভি পরিষেবা পরীক্ষা শুরু করেছে অথবা সফট-লঞ্চ করেছে। Airtel Black IPTV এন্টারটেইনমেন্ট প্ল্যানগুলি বর্তমানে চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এবং অন্যান্য নির্দিষ্ট অঞ্চলের মতো নির্বাচিত বাজারে উপলব্ধ।
চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের আর্নিং কলে এয়ারটেলের ভাইস চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোপাল ভিট্টল বলেন, “আমরা আইপিটিভির পরীক্ষাও শুরু করেছি। আমরা বিশ্বাস করি যে এটি চালু হলে, আমাদের গ্রাহকদের অনবোর্ডিং সহজ হবে।”
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.