সম্প্রতি Airtel তাদের গ্রাহকদের জন্য দুটি ভয়েস-অনলি প্ল্যান লঞ্চ করেছে। এই প্ল্যানগুলি বিশেষভাবে 2G নেটওয়ার্ক এবং ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে। উভয় প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। তবে আপনি যদি ডেটা বেনিফিট চান তাহলে এগুলি কোনো কাজ আসবে না। যদিও এয়ারটেলের কাছে ডেটা প্ল্যানেরও কমতি নেই। তবে এই প্রতিবেদনে আমরা সংস্থার দুটি ৭৭ দিনের প্ল্যানের বিষয়ে আলোচনা করবো, যেখানে ডেটা সহ কলের সুবিধাও আছে।
এয়ারটেলের ৪৮৯ টাকার রিচার্জ প্ল্যান
এয়ারটেলের এই সস্তা রিচার্জ প্ল্যানের জন্য গ্রাহকদের প্রতিদিন প্রায় ৬ টাকা খরচ করতে হবে। এই প্ল্যানে ব্যবহারকারীরা ৭৭ দিনের ভ্যালিডিটি পাবেন। এছাড়াও ব্যবহারকারীরা ভারত জুড়ে যে কোনও নম্বরে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। সাথে ফ্রি ন্যাশনাল রোমিং এবং মোট ৬০০ ফ্রি এসএমএস পাওয়া যাবে। এয়ারটেল এই প্ল্যানে ব্যবহারকারীদের স৬ জিবি ডেটা অফার করছে, যা কোনও দৈনিক সীমা ছাড়াই ব্যবহার করা যাবে।
Airtel এর ৭৯৯ টাকার প্ল্যান
এয়ারটেলের ওয়েবসাইটে ৭৭ দিনের বৈধতা সহ আরও একটি প্ল্যান রয়েছে, যার জন্য গ্রাহকদের প্রতিদিন প্রায় ১০ টাকা খরচ হবে। এই প্ল্যানে ব্যবহারকারীরা ভারতের যে কোনও জায়গায় আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। এছাড়াও ফ্রি ন্যাশনাল রোমিং পরিষেবা পাওয়া যাবে।
এয়ারটেলের ৭৯৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১.৫ জিবি হাই-স্পিড ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও, ব্যবহারকারীদের প্রতিদিন ১০০ টি ফ্রি এসএমএস দেওয়া হবে।
আরও পড়ুনঃ ১০১ টাকায় ১০০ জিবি ইন্টারনেট ডেটা, Jio -র এই তিন সেরা প্ল্যান সম্পর্কে জানেন তো?
এয়ারটেলের এই প্ল্যানটি বিশেষত সেই গ্রাহকদের জন্য সেরা যারা কলিং এবং ইন্টারনেট উভয় ব্যবহার করতে চান। এই প্ল্যানে গ্রাহকরা মোট ১১৫.৫ জিবি ডেটা পাবেন। পাশাপাশি, দুটি প্ল্যানেই এয়ারটেলের কমপ্লিমেন্টারি সার্ভিসের সুবিধা পাওয়া যাবে।