90 দিন ধরে রোজ 1.5GB ডেটা ও কলিং, কোটি কোটি Airtel গ্রাহকের চিন্তা দূর হল

এয়ারটেল তাদের গ্রাহকদের একাধিক প্রিপেড প্ল্যান রিচার্জ করার সুবিধা দেয়। এরমধ্যে মাসিক রিচার্জ প্ল্যান যেমন আছে, তেমনি বার্ষিক প্ল্যানও পাওয়া যায়। আবার ডেটার ভিত্তিতেও বিভিন্ন ধরনের প্ল্যান রিচার্জ করার সুযোগ রয়েছে। এই প্রতিবেদনে আমরা এয়ারটেলের দৈনিক ১.৫ জিবি ডেটা প্ল্যান সম্পর্কে বলবো (Airtel Recharge Plan)। এই প্ল্যানগুলি দীর্ঘ ভ্যালিডিটির সাথে আনলিমিটেড কলিংয়ের সুবিধাও দেয়। আসুন প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
এয়ারটেলের 929 টাকার প্ল্যান
এই রিচার্জ প্ল্যানে পুরো 90 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এখানে প্রতিদিন 1.5GB ডেটা অফার করা হয়। আবার গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিংয়ের সাথে রোজ 100 এসএমএস পাঠানোর সুবিধা পাবেন।
এয়ারটেলের 859 টাকার প্ল্যান
এই রিচার্জ প্ল্যানে 84 দিনের জন্য প্রত্যহ 1.5GB ডেটা সহ আনলিমিটেড কলিংয়ের সুবিধা আছে। গ্রাহকরা প্রতিদিন 100 এসএমএসও পাঠাতে পারবেন।
এয়ারটেলের 799 টাকার প্ল্যান
এয়ারটেলের এই প্ল্যানে 77 দিন ভ্যালিডিটি সহ প্রতিদিন 1.5GB ডেটা দেওয়া হয়। এছাড়াও গ্রাহকরা সব নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করতে পারেন এবং প্রতিদিন 100 এসএমএস পাঠানোর সুবিধা পান।
এয়ারটেলের 619 টাকার প্ল্যান
এই প্ল্যানের ভ্যালিডিটি 60 দিন। এখানে প্রতিদিন 1.5GB ডেটা, সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 এসএমএস পাওয়া যাচ্ছে। ব্যবহারকারীরা Airtel Xstream-এর মাধ্যমে OTT কন্টেন্ট দেখতে পাবেন।
এয়ারটেলের 579 টাকার প্ল্যান
গ্রাহকরা এই প্ল্যান রিচার্জ করলে মোট 56 দিনের ভ্যালিডিটি পাবেন। এখানে প্রতিদিন 1.5GB ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 এসএমএস পাঠানোর সুবিধা আছে।
এয়ারটেলের 349 টাকার প্ল্যান
এখানে 28 দিনের ভ্যালিডিটি সহ প্রতিদিন 1.5GB ডেটা দেওয়া হয়। ব্যবহারকারীরা সমস্ত নেটওয়ার্কে ভয়েস কলিং করতে পারেন এবং প্রতিদিন 100 এসএমএস পাঠাতে পারেন।