গ্রামীণ ভারতে টেলিকম উদ্যোগের অধীন, দেশজুড়ে নেটওয়ার্ক সম্প্রসারণ করা শুরু করেছে দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Airtel। গত দুই বছরে, এয়ারটেল প্রায় ৪৩,০০০ সাইট স্থাপনের মাধ্যমে ৮৯,০০০টির বেশি গ্রামে নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে। গত সেপ্টেম্বরে এয়ারটেল জানিয়েছিল যে তাদের ৫জি নেটওয়ার্ক কভারেজ ১৪০,০০০ গ্রামে পৌঁছেছে এবং ৪জি নেটওয়ার্ক কভারেজ দেশজুড়ে ৮০০,০০০ গ্রামে সম্প্রসারিত হয়েছে।
আর্থিক বছর ২০২৫ এর তৃতীয় ত্রৈমাসিকে উপার্জন কলে এয়ারটেলের ভাইস চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোপাল ভিট্টল বলেন, “আমাদের নেটওয়ার্ক বিনিয়োগগুলি এবার ভারতের সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলগুলিকে সংযুক্ত করতে সক্ষম হয়েছে, যা মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে। গত দুই বছরে, আমরা প্রায় ৪৩,০০০ সাইট স্থাপনের মাধ্যমে ৮৯,০০০টিরও বেশি গ্রামে আমাদের নেটওয়ার্ক সম্প্রসারিত করেছি।”
জানা গিয়েছে, গ্রামীণ উন্নয়ন প্রকল্পের অংশ হিসাবে, নতুন সাইট স্থাপন এবং পূর্বে সুবিধাবঞ্চিত স্থানগুলিকে অন্তর্ভুক্ত করে নেটওয়ার্ক সম্প্রসারণ করার কাজ শুরু করেছে এয়ারটেল। ২০২৩ সালে সংস্থাটি জানায় যে তারা ২০২৪ সালের মধ্যে প্রায় ৬০,০০০ গ্রামে কভারেজ সম্প্রসারণের জন্য ৩০,০০০টিরও বেশি সাইট স্থাপন সম্পন্ন করবে। গ্রামীণ নেটওয়ার্ক সম্প্রসারণের অগ্রগতির উপর এয়ারটেল যে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ তার আরও একবার প্রমাণ দিল সংস্থাটি।
প্রসঙ্গত, সম্প্রতি উত্তর কাশ্মীরের সীমান্ত রেখা (LOC) বরাবর কুপওয়ারা, বারামুল্লা এবং বান্দিপুর জেলার গ্রামগুলিকে সংযুক্ত করার জন্য ভারতীয় সেনাবাহিনীর সাথে অংশীদারিত্ব করেছে এয়ারটেল। এছাড়াও, এয়ারটেল ভারতের সবচেয়ে দূরবর্তী সীমান্ত গ্রাম ফোবরাং-এ সংযোগ প্রদানকারী প্রথম পরিষেবা প্রদানকারী হয়ে ওঠার মাইলস্টোন অর্জন করেছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.