এয়ারটেল গ্রাহকদের জন্য সুখবর। সম্প্রতি সংস্থাটি তাদের গ্রাহকদের জন্য একটি নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে, যেখানে এক রিচার্জে মোবাইল এবং ডিটিএইচ (ডিজিটাল টিভি) পরিষেবা পাওয়া যাবে। মোবাইল + ডিটিএইচ প্ল্যান নামে এই পরিচিত এই প্যাকটি আপাতত আসামের এয়ারটেল গ্রাহকদের জন্য ৪৪৮ টাকায় আনা হয়েছে। এই প্ল্যানের সাথে আনলিমিটেড 5G ডেটাও দেওয়া হয়।
এয়ারটেলের ৪৪৮ টাকার নতুন প্রিপেড প্ল্যানটি ২৮ দিনের ভ্যালিডিটি অফার করবে। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১০০টি এসএমএস এবং প্রতিদিন ২.৫ জিবি ডেটা সহ আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। অর্থাৎ এখানে গ্রাহকরা মোট ৭০ জিবি ডেটা পাবেন। উল্লেখ্য, এটি ৪জি ডেটা, এবং দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেটের স্পিড কমে ৬৪ কেবিপিএস হবে। তবে এখানে আনলিমিটেড ৫জি ডেটাও পাওয়া যাবে।
এয়ারটেলের এই প্ল্যানে অতিরিক্ত সুবিধাও অন্তর্ভুক্ত আছে। যেমন এয়ারটেল ডিজিটাল টিভি সাবস্ক্রিপশন পাওয়া যাবে, যেখানে গ্রাহকরা ২৮ দিনের জন্য ২৫০ টিরও বেশি টিভি চ্যানেল দেখার অনুমতি পাবে। আবার বিনামূল্যে কনটেন্ট দেখার জন্য এয়ারটেল এক্সস্ট্রিম অ্যাপের অ্যাক্সেস, অ্যাপোলো ২৪/৭ সার্কেলের তিন মাসের মেম্বারশিপ এবং ফ্রি হ্যালো টিউনস উপভোগ করা যাবে।
দাম এবং ভ্যালিডিটি হিসাবে করলে Airtel এর এই প্ল্যান রিচার্জ করলে প্রতিদিন প্রায় ১৬ টাকা খরচ হয়। এর অর্থ আসামের এয়ারটেল গ্রাহকরা এই প্রিপেড প্ল্যানের মাধ্যমে প্রতিদিন গড়ে প্রায় ১৬ টাকা ব্যয়ে মোবাইল এবং ডিটিএইচ উভয় পরিষেবা উপভোগ করতে পারবেন।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.