টেলিকম

IPL বিনামূল্যে দেখুন, Airtel আনল নয়া রিচার্জ প্ল্যান, রয়েছে ডেটা ও কলিং সহ আরও অনেক সুবিধা

শুরু হয়ে গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ ২০২৫। আইপিএলের ১৮ তম সংস্করণ চুটিয়ে উপভোগ করার জন্য নয়া রিচার্জ প্ল্যান আনল Airtel। ... Read more

Published on:

Airtel launches rupees 301 prepaid recharge plan unlimited call data

শুরু হয়ে গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ ২০২৫। আইপিএলের ১৮ তম সংস্করণ চুটিয়ে উপভোগ করার জন্য নয়া রিচার্জ প্ল্যান আনল Airtel। যেখানে বিনামূল্যে পাওয়া যাবে জিওহটস্টার সাবস্ক্রিপশন। রয়েছে দৈনিক ডেটাও। ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি এয়ারটেল, যাদের গ্রাহক সংখ্যা ৩৮ কোটিরও বেশি। এই রিচার্জ প্ল্যানে কী কী সুবিধা রয়েছে জেনে নিন।

Airtel এর নতুন রিচার্জ প্ল্যান : বিনামূল্যে জিওহটস্টার

এই রিচার্জের দাম ৩০১ টাকা। এই প্ল্যানে ডেটা ও কলিং সুবিধার পাশাপাশি ওটিটির সুবিধাও রয়েছে। মিলবে দৈনিক ১ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং JioHotstar সাবস্ক্রিপশন। এই রিচার্জ প্ল্যানের মেয়াদ ২৮ দিন হলেও সাবস্ক্রিপশন পাওয়া যাবে তিন মাস।

IPL উপভোগ করুন বিনামূল্যে

Airtel এর এই প্ল্যানটি আইপিএল ২০২৫ ভক্তদের কথা মাথায় রেখে নিয়ে এসেছে। হটস্টার সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত থাকায়, ব্যবহারকারীরা কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই সমস্ত আইপিএল ম্যাচ লাইভ স্ট্রিম করতে পারবেন। যদিও প্ল্যানের মেয়াদ ২৮ দিন, হটস্টার সাবস্ক্রিপশনটি তিন মাস স্থায়ী থাকবে।

উল্লেখ্য, সম্প্রতি, এয়ারটেল ১০০ টাকার এবং ১৯৫ টাকার দুটি প্রিপেড প্ল্যানও চালু করেছে। যার মধ্যে রয়েছে ডেটা এবং কলিং সুবিধা। তবে, ৩০১ টাকার প্ল্যানে অতিরিক্ত মূল্যের সাথে OTT সাবস্ক্রিপশন, দৈনিক ডেটা এবং আনলিমিটেড কলিং অন্তর্ভুক্ত করা হয়েছে। যারা কলিং ও ডেটার পাশাপাশি আইপিএল ও OTT একইসাথে উপভোগ করতে চান তারা এই প্ল্যানটি বিবেচনা করতে পারেন।