জুলাই মাসে রিচার্জের দাম বৃদ্ধির পর, অনেক ব্যবহারকারী কম দামি রিচার্জ প্ল্যানের জন্য BSNL-এ স্যুইচ করতে শুরু করেন। তার পাল্টা দিতে, Jio, Airtel এবং Vi-এর মতো বড় টেলিকম কোম্পানিগুলি গ্রাহকদের জন্য বাজেট-ফ্রেন্ডলি রিচার্জ প্ল্যান ঘোষণা করে। আপনার কাছে যদি এয়ারটেলের সিম থাকে তাহলে একটি রিচার্জ প্ল্যান আপনার জন্য লাভজনক হতে পারে। এটির খরচ 219 টাকা। সঙ্গে পাবেন 5 টাকার টকটাইম ও 3GB ডেটা।
Airtel এর 219 টাকার রিচার্জ প্ল্যান
এই প্রিপেড প্ল্যানটির দাম 219 টাকা। মিলবে 30 দিন ভ্যালিডিটি। বিশেষ সুবিধার মধ্যে রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং, 300টি বিনামূল্য SMS এবং গোটা মাসের জন্য 3GB ডেটা। এই প্ল্যানের একটি চমৎকার বৈশিষ্ট্য হল, এতে রয়েছে 5 টাকা টকটাইম। আপনার 3GB ডেটা ব্যবহার করা শেষ হয়ে গেলে এই টকটাইম ব্যবহার করা যাবে।
ডেটা শেষ হয়ে যাওয়ার পরে, আপনি যে অতিরিক্ত MB ব্যবহার করবেন, তার জন্য আপনাকে 50 পয়সা চার্জ দিতে হবে। এই প্ল্যানটি বিশেষ এই কারণে যে, প্রয়োজনে ডেটার জন্য আপনি টকটাইম ব্যবহার করার সুযোগ পাবেন। Airtel Thanks অ্যাপ বা অন্যান্য অনলাইন পেমেন্ট অ্যাপগুলি থেকেও রিচার্জ করা যাবে এটি।
প্রসঙ্গত, সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) দেশব্যাপী মোবাইল ব্যবহারকারীদের জন্য একটি নোটিশ জারি করেছে। সেখানে বিনামূল্যে রিচার্জ অফার সম্পর্কিত জালিয়াতি সম্পর্কে সতর্ক করা হয়েছে। প্রতারকরা TRAI এর ছদ্মবেশে প্রতারণামূলক এসএমএস বার্তা পাঠাচ্ছে। কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, তারা কখনও এই ধরনের অফার জারি করেনি।