টেলিকম

Airtel এর বড় ধামাকা, বিনামূল্যে ২২টি OTT অ্যাপ দেখার সুযোগ, দাম শুরু ১৪৯ টাকা থেকে

Published on:

Airtel offer free 22 ott subscription including Disney plus Hotstar subscription with these prepaid plans

Airtel তাদের গ্রাহকদের বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। ব্যবহারকারীরা নিশ্চিন্তে সেই কারণে তাদের পছন্দ অনুযায়ী প্ল্যান বেছে নিতে পারেন। আপনিও যদি ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থাটির গ্রাহক হয়ে থাকেন এবং এমন কোনো প্ল্যান খোঁজ করে থাকেন যেখানে অনেক ওটিটি অ্যাপের বিনামূল্যে অ্যাক্সেস পাওয়া যাবে, তাহলেও এয়ারটেলের কাছে বিকল্পের অভাব নেই। এখানে আমরা আপনাকে এয়ারটেলের এমন কয়েকটি প্ল্যান সম্পর্কে জানাবো, যেখানে আপনি ২২ টিরও বেশি ওটিটি অ্যাপ পেয়ে যাবেন। আর এই প্ল্যানগুলির দাম শুরু হচ্ছে ১৪৯ টাকা থেকে।

Airtel এর ১৪৯ টাকার প্রিপেড প্ল্যান

WhatsApp Community Join Now

এটি একটি ডেটা প্ল্যান। এখানে আপনি সনি লিভ সহ ২২ টিরও বেশি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন পাবেন। এছাড়াও মিলবে ১ জিবি ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি সক্রিয় প্ল্যানের সমান।

Airtel এর ১৮১ টাকার রিচার্জ প্ল্যান

এয়ারটেলের এই ডেটা প্যাক ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের জন্য ১৫ জিবি ডেটা দেয়। এর মেয়াদ ৩০ দিন। এখানেও ২২ টিরও বেশি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন দেওয়া হয়।

Airtel এর ৫৪৯ টাকার প্রিপেড প্ল্যান

এয়ারটেলের এই ট্রু আনলিমিটেড প্ল্যানে প্রতিদিন ৩ জিবি ডেটা ব্যবহার করা যায়। এর ভ্যালিডিটি ২৮ দিন। এখানে ২২ টিরও বেশি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন সহ তিন মাসের জন্য ডিজনি+ হটস্টার মোবাইলের সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

Airtel এর ৪৪৯ টাকার রিচার্জ প্ল্যান

এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এখানে প্রতিদিন ৩ জিবি করে ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানে কোম্পানি ২২ টিরও বেশি ওটিটি অ্যাপ বিনামূল্যে ব্যবহার করতে দিচ্ছে। সাথে থাকছে ফ্রি কলিংয়ের সুবিধা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন