কোটি কোটি Airtel গ্রাহকদের জন্য সেরা রিচার্জ প্ল্যান, আজ রিচার্জ করলে ২০২৬ এর এপ্রিল পর্যন্ত নো চিন্তা

দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেল তাদের গ্রাহকদের জন্য একাধিক সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। বর্তমানে সংস্থার দখলে প্রায় ৩৮ কোটি গ্রাহক রয়েছে, যারা আনলিমিটেড কলিং ও ডেটা প্ল্যান ব্যবহার করে থাকেন। এর মধ্যে অনেকে আছেন যারা মাসে বারবার রিচার্জের ঝামেলা এড়াতে দীর্ঘমেয়াদী প্ল্যান বেছে নিতে চান। তাদের কথা মাথায় রেখেই এই প্রতিবেদনে আমরা এয়ারটেলের একটি বিশেষ বার্ষিক রিচার্জ প্ল্যান (Airtel Recharge Plan) সম্পর্কে বলবো, যার দাম মাত্র ১৮৪৯ টাকা।
এয়ারটেলের ১৮৪৯ টাকার রিচার্জ প্ল্যান
এয়ারটেলের ১৮৪৯ টাকার প্রিপেইড প্ল্যানটি আজ রিচার্জ করলে ৩৬৫ দিন পর্যন্ত পরিষেবা দেবে। এখানে গ্রাহকরা লোকাল এবং STD, উভয় নেটওয়ার্কে আনলিমিটেড কল করতে পারবেন। এর পাশাপাশি পাওয়া যাবে মোট ৩৬০০টি ফ্রি SMS।
তবে এই প্ল্যানের সাথে কোনো ডেটা সুবিধা দেওয়া হয় না। কারণ এটি একটি ভয়েস অনলি রিচার্জ প্ল্যান। এই প্ল্যানটি মূলত সেইসব গ্রাহকদের জন্য আনা হয়েছে, যাদের ফোন ব্যবহারের মূল উদ্দেশ্য হল কল করা ও মেসেজ পাঠানো। তাই আপনার যদি ডেটা সুবিধা প্রয়োজন হয় তাহলে এই প্ল্যান আপনার জন্য নয়।
ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি (TRAI)-এর আদেশে এয়ারটেল এই ভয়েস অনলি প্ল্যান এনেছে। এই প্ল্যানটি ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে সেইসব গ্রাহকদের কাছে, যারা এয়ারটেলকে সেকেন্ডারি সিম প্রোভাইডার হিসেবে ব্যবহার করে। কারণ ২,০০০ টাকার কমে এখানে সারা বছর সিম সচল রাখা সম্ভব হবে।