টেলিকম

মাত্র ১৪৯ টাকার জনপ্রিয় ২২টি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন, Airtel এর বিনোদন প্যাক দেখে নিন

Published on:

Airtel ott subscription plan starts rs 149 with 22 ott apps access benefits

এয়ারটেল তাদের গ্রাহকদের কিছু দুর্দান্ত ওটিটি অফার করে। এই প্ল্যানগুলি ২২ টিরও বেশি ওটিটি অ্যাপ ব্যবহারের সুবিধা দেয়। এই প্ল্যানগুলিতে ডেটাও অন্তর্ভুক্ত রয়েছে। ওটিটি সাবস্ক্রিপশন সহ আসা এই প্ল্যানগুলির দাম শুরু হচ্ছে ১৪৯ টাকা থেকে। ডেটা, কলিং সহ যারা বিনোদন খোঁজ করছেন তাদের জন্য এই প্ল্যানগুলি আদর্শ।

Airtel এর ওটিটি রিচার্জ প্ল্যান

এয়ারটেলের ১৪৯ টাকার প্ল্যান

এটা এয়ারটেলের ডেটা প্ল্যান। ইন্টারনেট ব্যবহারের জন্য এখানে ১ জিবি ডেটা দেওয়া হয়েছে। প্ল্যানটি আপনাকে ২২ টিরও বেশি ওটিটি অ্যাপ ব্যবহার করতে দেবে। এই প্ল্যানের ভ্যালিডিটি আপনার ট্রুলি আনলিমিটেড প্ল্যানের সমান হবে।

এয়ারটেলের ১৮১ টাকার প্ল্যান

এয়ারটেলের এই প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিন। এই প্ল্যানে ইন্টারনেট ব্যবহারের জন্য ১৫ জিবি ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানে ২২টিরও বেশি ওটিটি অ্যাপে বিনামূল্যে দেখার সুযোগ রয়েছে।

এয়ারটেলের ৪০৯ টাকার প্ল্যান

এয়ারটেলের এই ট্রুলি আনলিমিটেড প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এই প্ল্যানে প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাওয়া যাবে। এখানে ২২টির বেশি ওটিটি অ্যাপের সুবিধা পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে ফ্রি কলিংও।

আরও পড়ুনঃ SonyLiv সাবস্ক্রিপশন একদম FREE, তিনটি রিচার্জ প্ল্যান লঞ্চ করল ভোডাফোন আইডিয়া

এয়ারটেলের ৪৪৯ টাকার প্ল্যান

এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন। এখানে প্রতিদিন ৩ জিবি করে ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানে বিনামূল্যে কলিংয়ের সুবিধাও রয়েছে। এর সাথে ২২টিরও বেশি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যাবে।