Airtel এর খাস অফার, একটি সিমের সঙ্গে তিনটি সিম ফ্রি, সাথে ডেটা ও কলিং পরিষেবা

Airtel তাদের পোস্টপেড গ্রাহকদের জন্য নতুন কয়েকটি প্ল্যান নিয়ে এসেছে। প্রিপেডের প্ল্যানের পরিবর্তে যারা পোস্টপেড প্ল্যান পছন্দ করেন, তাদের জন্য এটা বেশ আকর্ষণীয় খবর। কারণ একটি রেগুলার সিমের সঙ্গে Airtel দিচ্ছে তিনটি অ্যাড-অন সিম একেবারে বিনামূল্যে। সঙ্গে ডেটা, কলিং ও ওটিটি সুবিধা মিলিয়ে প্যাকেজটা বেশ আকর্ষণীয়। পরিবারের একাধিক সদস্য বা ছোট অফিসের জন্য এই প্ল্যানগুলি উপযুক্ত হবে।
Airtel এর এক প্ল্যানে চারটি সিম
এই পোস্টপেড প্ল্যানগুলির সবচেয়ে বড় আকর্ষণ হল একসঙ্গে চারটি সিম ব্যবহার করার সুযোগ। একটি রেগুলার সিমের পাশাপাশি তিনটি অ্যাড-অন সিম ফ্রি দেওয়া হচ্ছে। ডেটা শেয়ার করা যাবে সব সিমের মধ্যে। ফলে আলাদা আলাদা রিচার্জের ঝামেলা নেই। এটা বেশ সুবিধার, বিশেষ করে যারা একটি বিলেই সব সুবিধা চান।
Airtel এর ১১৯৯ টাকার পোস্টপেড প্ল্যানের সুবিধা
এয়ারটেলের ১১৯৯ টাকার পোস্টপেড প্ল্যানে মোট ১৯০ জিবি ডেটা দেওয়া হচ্ছে। এই ডেটা চারটি সিমেই ব্যবহার করা যাবে। দেশের সব নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা থাকছে, সঙ্গে ফ্রি এসএমএস সুবিধাও রয়েছে।
ওটিটির দিক থেকেও প্ল্যানটি দুর্দান্ত। এখানে ৬ মাসের জন্য অ্যামাজন প্রাইম এবং এক বছরের জন্য জিও হটস্টারের অ্যাক্সেস মিলছে। সঙ্গে থাকছে Perplexity Pro AI-এর সুবিধা। যারা কাজের পাশাপাশি এন্টারটেইনমেন্ট চান, তাদের কাছে এটা দুর্দান্ত বিকল্প।
১৩৯৯ টাকার প্ল্যানে আরও বেশি ডেটা
১৩৯৯ টাকার পোস্টপেড প্ল্যানে এয়ারটেল দিচ্ছে মোট ২৪০ জিবি ডেটা। এখানেও একটি রেগুলার ও তিনটি অ্যাড-অন সিম ফ্রি পাওয়া যায়। আনলিমিটেড কলিং ও ফ্রি এসএমএস সুবিধা তো আছেই।
এর সাথে নেটফ্লিক্স বেসিক প্ল্যান ফ্রি দেওয়া হচ্ছে। তার সঙ্গে ৬ মাসের অ্যামাজন প্রাইম এবং এক বছরের জিও হটস্টার সাবস্ক্রিপশন পাওয়া যাবে। Perplexity Pro AI এখানেও অন্তর্ভুক্ত।

