Airtel গ্রাহকদের জন্য ধাক্কা! ২১৯ টাকার প্ল্যানে কমলো ভ্যালিডিটি, বাড়লো খরচ

এয়ারটেলে (Airtel) সম্প্রতি তাদের একটি জনপ্রিয় প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে। এবার থেকে ২১৯ টাকার প্ল্যানে কয়েক দিন কম ভ্যালিডিটি পাওয়া যাবে। এই রিচার্জ প্ল্যানটি বহু গ্রাহকের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়। এবার থেকে এই প্ল্যানে ৩০ দিনের পরিবর্তে ২৮ দিন ভ্যালিডিটি পাবে গ্রাহকরা। অর্থাৎ এয়ারটেল ঘুরপথে ২১৯ টাকার প্ল্যানের দাম বাড়িয়েছে।

২১৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটিতে বদল আনলো Airtel

আগে ২১৯ টাকার এয়ারটেল প্ল্যানে ব্যবহারকারীরা পুরো ৩০ দিনের জন্য পরিষেবা পেতেন, ফলে প্রতিদিনের গড় খরচ পড়ত প্রায় ৭.৩ টাকা। কিন্তু এখন বৈধতা কমে যাওয়ায় দৈনিক গড় খরচ বেড়ে দাঁড়াচ্ছে প্রায় ৭.৮ টাকা। এই পরিবর্তনের ফলে গ্রাহকদের একই পরিমাণ পরিষেবা পেতে বছরের শেষে আরও দুটি অতিরিক্ত রিচার্জ করতে হবে।

এখন প্রশ্ন উঠছে, ২১৯ টাকার এয়ারটেলের প্ল্যানে কি আগের মতোই সুবিধা পাওয়া যাবে? সেক্ষেত্রে জানিয়ে রাখি, আগের মতোই এয়ারটেলের ২১৯ টাকার প্ল্যানে গ্রাহকরা পাচ্ছেন ২৮ দিনের জন্য সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এছাড়াও, এককালীন ৩ জিবি ইন্টারনেট ডেটা দেওয়া হচ্ছে। সেই সঙ্গে থাকছে ৩০০টি ফ্রি এসএমএস।

আসলে টেলিকম কোম্পানিগুলি ধাপে ধাপে তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পথে হাঁটছে। যদিও এটি সরাসরি রিচার্জের মূল্য বৃদ্ধি নয়, তবে বৈধতা হ্রাস করার মাধ্যমে একই প্রভাব ফেলছে। গ্রাহকদের উচিত এখন থেকে আরও সচেতনভাবে রিচার্জ প্ল্যান বেছে নেওয়া, যাতে তারা তাদের প্রয়োজন ও বাজেট অনুযায়ী সেরা প্ল্যানটি নির্বাচন করতে পারেন।