টেলিকম

Airtel গ্রাহকদের জন্য বড় স্বস্তি, ২০ টাকায় সিম সচল থাকবে ১০৫ দিন

Published on:

airtel users sim active for 105 days at just 20 rupees check rules

আপনি যদি এয়ারটেল ব্যবহারকারী হন বা এয়ারটেল নম্বর নিতে চান তবে সিম অ্যাক্টিভেশন সম্পর্কিত সংস্থার নিয়মগুলি অবশ্যই জেনে রাখা উচিত। কারণ সেই দিন চলে গেছে যখন আপনি মাত্র ১০-১৫ টাকা রিচার্জ করে সিম সচল রাখতে পারেন। টেলিকম টকের রিপোর্ট অনুসারে, এয়ারটেল সম্প্রতি জানিয়েছে যে এখন থেকে Airtel সিম কার্ড চিলু রাখতে ১২৮ টাকা বা তার বেশি মূল্যের ভাউচার রিচার্জ করতে হবে। এই শর্ত পূরণ হল তবেই সিমটি সক্রিয় হবে।

তবে জানিয়ে রাখি এয়ারটেলের সবচেয়ে সস্তা মোবাইল প্ল্যানের দাম ১৯৯ টাকা। এক্ষেত্রে একজন এয়ারটেল ব্যবহারকারীকে এখন তাদের সিমটি সচল রাখতে কমপক্ষে ১৯৯ টাকা রিচার্জ করতে হবে। কয়েক মাস আগেও সিম সচল রাখার জন্য এয়ারটেলের সবচেয়ে সস্তা প্ল্যানের দাম ছিল ১৫৫ টাকা। কিন্তু গ্রাহক যদি কোনো রিচার্জই না করেন তখন কীভাবে সিম সচল রাখা সম্ভব? আসুন জেনে নেওয়া যাক।

WhatsApp Community Join Now

এয়ারটেল সিম অ্যাক্টিভ রাখার নিয়মাবলী

এয়ারটেল জানিয়েছে যে, যে গ্রাহকরা ন্যূনতম ভাউচার রিচার্জ করতে পারছেন না এবং তাদের অ্যাকাউন্টে ২০ টাকা ব্যালেন্স নেই, আর ৯০ দিনের মধ্যে কোনো আউটগোয়িং বা ইনকামিং কল বা এসএমএস করেন না তাদের এয়ারটেল সিম ডিঅ্যাক্টিভ হয়ে যাবে।

আরও পড়ুনঃ Airtel গ্রাহকদের জন্য টেনশন শেষ, এই দুই সস্তা রিচার্জ প্ল্যানে পাবেন ৭৭ দিনের ভ্যালিডিটি

এয়ারটেল উল্লেখ করেছে যে যদি একটানা ৯০ দিন ধরে কোনও ভয়েস / ভিডিও কল (আউটগোয়িং বা ইনকামিং) বা আউটগোয়িং এসএমএস বা ডেটা (আপলোড বা ডাউনলোড) ব্যবহার করা না হয় এবং অ্যাকাউন্টে ২০ টাকার ব্যালেন্স না থাকে, তবে এয়ারটেল সিম নিষ্ক্রিয় হয়ে যাবে।

৯০ দিন পর এয়ারটেল আরও ১৫ দিন সিমটি সচল রাখবে এবং এই সময়ের মধ্যে ব্যবহারকারী যদি তাদের সিম সার্ভিস অ্যাক্টিভেট করেন তবে তাদের সিম সচল থাকবে। যদিও এই ১৫ দিনের বিশেষ গ্রেস পিরিয়ড তারাই পাবেন যাদের অ্যাকাউন্টে ২০ টাকা ব্যালেন্স থাকবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন