Jio-র সাথে হাত মেলালো Apple, এবার আইফোনে পাওয়া যাবে RCS মেসেজিং সুবিধা

ভারতীয় iPhone ব্যবহারকারীদের জন্য সুখবর। Apple দেশের বৃহত্তম টেলিকম কোম্পানি Reliance Jio-র সঙ্গে হাত মিলিয়ে এনক্রিপটেড RCS (রিচ কমিউনিকেশন সার্ভিসেজ) মেসেজিং ফিচার চালু করেছে। এতদিন এই ফিচার কেবল WhatsApp বা Telegram-এর মতো অ্যাপে পাওয়া যেত। তবে এবার থেকে iPhone ব্যবহারকারীরা সরাসরি মেসেজিং অ্যাপে এই ফিচার পেয়ে যাবেন।

iPhone এর জন্য ভারতে চালু RCS মেসেজিং ফিচার

রিচ কমিউনিকেশন সার্ভিসেজ বা RCS ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা মেসেজ ডেলিভারি বা রিড রিসিপ্ট নোটিফিকেশন, টাইপিং ইন্ডিকেটর, গ্রুপ চ্যাট, আর হাই-কোয়ালিটি ছবি-ভিডিও পাঠানোর সুবিধা পায়। আইফোনের মেসেজিং অ্যাপ থেকে এবার এই সুবিধা উপভোগ করা যাবে। এর জন্য অতিরিক্ত কোনো অর্থ ব্যয় করতে হবে না। কেবল সক্রিয় জিও কানেকশন ও মোবাইল ডেটা বা ওয়াই-ফাই কানেক্টিভিটি থাকলেই এই পরিষেবা পাওয়া যাবে।

লাভবান হবে Jio

অ্যাপল আসলে ভারতে আইফোন ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে এই পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি জিও-ও এর মাধ্যমে লাভবান হবে। কারণ নতুন ফিচার ব্যবহার করার আশায় অনেকেই জিওর কানেকশন নিতে পারে। সর্বোপরি, জিও এই পার্টনারশিপের মাধ্যমে অ্যাপলের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে নাম জুড়ে ফেলতে পারছে।

iPhone 17 সিরিজ আগামী মাসে লঞ্চ হচ্ছে

আগামী মাসে ভারত সহ বিভিন্ন দেশে লঞ্চ হতে চলেছে অ্যাপলের নতুন iPhone 17 সিরিজ। আগামী ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আয়োজিত ‘Awe-dropping’ ইভেন্টে এই সিরিজের উপর থেকে পর্দা সরানো হবে। এই সিরিজের অধীনে iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro আর iPhone 17 Pro Max মডেলগুলি বাজারে আসবে বলে মনে করা হচ্ছে।