বাজেট ফ্রেন্ডলি রিচার্জ প্ল্যান এনে জনপ্রিয়তা লাভ করেছে BSNL। কম দামে দীর্ঘ মেয়াদের একাধিক রিচার্জ প্ল্যান রয়েছে কোম্পানির পোর্টফোলিওতে। সম্প্রতি দুটি প্ল্যানে অতিরিক্ত মেয়াদ দেওয়ার ঘোষণা করেছে BSNL। যে অফার শেষ হবে আগামীকাল। এই অফারে ৩০ দিন অতিরিক্ত মেয়াদ পাওয়া যাবে। অর্থাৎ কোনও বাড়তি টাকা না দিয়ে আরও ৩০ দিন পাওয়া যাবে পরিষেবা।
বিএসএনএল তাদের এক্স হ্যান্ডেলের মাধ্যমে ঘোষণা করেছে যে, ১,৪৯৯ টাকার প্ল্যান রিচার্জ করলে ব্যবহারকারীরা এখন অতিরিক্ত ২৯ দিন মেয়াদ উপভোগ করতে পারবেন। মূলত, এই প্ল্যানে ৩৩৬ দিন মেয়াদ দেওয়া হত। এই প্ল্যানটি এখন রিচার্জ করলে পুরো এক বছর অর্থাৎ ৩৬৫ দিন মেয়াদে চলবে। অফারটি রয়েছে ১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত।
বিএসএনএল এর এই প্ল্যানের সুবিধাগুলি হল, যেকোনো নেটওয়ার্কে সীমাহীন ভয়েস কলিং, বিনামূল্যে জাতীয় রোমিং এবং প্রতিদিন ১০০টি SMS অন্তর্ভুক্ত রয়েছে। ব্যবহারকারীরা মোট ২৪ জিবি হাই-স্পিড ডেটা পাবেন। এই ডেটা শেষ হয়ে যাওয়ার পরেও, তারা ৪০ কেবিপিএস গতিতে সীমাহীন ডেটা উপভোগ করতে পারবেন।
দ্বিতীয় অফার ২,৩৯৯৯ টাকার প্ল্যানে পাওয়া যাবে। যার ফলে প্ল্যানের মেয়াদ বেড়ে দাঁড়িয়েছে ৪২৫ দিন। এই প্রিপেইড প্ল্যানে ভারতজুড়ে সীমাহীন কলিং, বিনামূল্যে জাতীয় রোমিং এবং দিল্লি ও মুম্বাইতে MTNL নেটওয়ার্কে বিনামূল্যে কল করার সুবিধা রয়েছে।
এছাড়াও, ব্যবহারকারীরা প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা এবং প্রতিদিন ১০০টি করে বিনামূল্যে এসএমএস পাবেন। প্ল্যানের পুরো সময়কালে মোট ৮৫০ জিবি ডেটা পাওয়া যাবে। পাশাপাশি এই প্ল্যানে বিএসএনএল তার সমস্ত মোবাইল ব্যবহারকারীদের জন্য বিআইটিভির বিনামূল্যে সাবস্ক্রিপশন দিচ্ছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.