টেলিকম

সেরা রিচার্জ প্ল্যান, 300 দিনের ভ্যালিডিটি সহ দিনে খরচ 3 টাকার কম, পাবেন কলিং ও ইন্টারনেট সুবিধা

Published on:

bsnl 300 days validity plan rs 797 with unlimited call 2gb daily data

BSNL লম্বা ভ্যালিডিটি সহ বিভিন্ন প্রিপেড প্ল্যান অফার করে। অতি সস্তায় দীর্ঘ দিন সিম সচল রাখতে সরকারি টেলিকম অপারেটরটির এই মুহূর্তে কোনো বিকল্প নেই। এই প্রতিবেদনে আমরা BSNL এর একটি প্ল্যান সম্পর্কে বলবো, যেখানে 300 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে এবং এর দৈনিক খরচ 3 টাকারও কম। আপনি যদি নতুন বছরে বারবার রিচার্জ করতে না চান তাহলে এই প্ল্যানটি বেছে নিতে পারেন। এটি বিশেষত তাদের জন্য উপযুক্ত যারা বিএসএনএল সিমকে সেকেন্ডারি নম্বর হিসাবে ব্যবহার করছেন এবং কম খরচে দীর্ঘ দিন ধরে নম্বর সক্রিয় রাখতে চান।

BSNL এর এই প্ল্যানে দৈনিক খরচ 3 টাকার কম

আমরা এতক্ষণ যে বিএসএনএল প্ল্যানের কথা বলছিলাম তার মূল্য 797 টাকা। এর ভ্যালিডিটি 300 দিন। ভ্যালিডিটির বিচার এই প্ল্যানের দৈনিক খরচ 3 টাকারও কম। এখানে আনলিমিটেড কলিং, ডেটা এবং এসএমএসের সুবিধাও রয়েছে। তবে মনে রাখবেন এই সমস্ত সুবিধা কেবল প্রথম 60 দিনের জন্য পাওয়া যাবে।

WhatsApp Community Join Now

60 দিনের জন্য কলিং এবং ডেটা

বিএসএনএল এর এই প্ল্যানে প্রথম 60 দিনের জন্য আনলিমিটেড কলিং, দৈনিক 2 জিবি ডেটা (অর্থাৎ মোট 120 জিবি ডেটা) এবং রোজ 100 টি এসএমএস অফার করা হয়। 60 দিন পর এই সব সুবিধা আর পাওয়া যাবে না, তবে সিমটি সক্রিয় থাকবে এবং ব্যবহারকারী বিনামূল্যে ইনকামিং কলের সুবিধা পাবেন। 60 দিন পরও ব্যবহারকারী যদি কলিং, ডেটা ও এসএমএস সুবিধা চান, তাহলে টপ আপ প্যাক রিচার্জ করতে হবে।

BSNL বিআইটিভি পরিষেবা চালু করেছে

আপনাদের জানিয়ে রাখি, বিএসএনএল দেশের প্রথম ডাইরেক্ট-টু-মোবাইল পরিষেবা লঞ্চ করেছে, যার নাম দেওয়া হয়েছে বিআইটিভি। এই পরিষেবার মাধ্যমে, ব্যবহারকারীরা তাদের মোবাইল ডিভাইসে 300 টিরও বেশি লাইভ টিভি চ্যানেল বিনামূল্যে দেখতে পারেন। বিএসএনএল শুরুতে পুদুচেরিতে এই পরিষেবা শুরু করেছে এবং শীঘ্রই এটি সারা দেশে প্রসারিত হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন