টেলিকম

মহাকুম্ভ শরণার্থীদের জন্য বিশেষ অফার BSNL-র, মিলবে বিনামূল্যে ডেটা ও কলিং

Published on:

bsnl announced free call data internet sms for mahakumbh mela visitors

উত্তরপ্রদেশে আয়োজিত মহাকুম্ভ মেলায় কোটি কোটি শরণার্থীদের জন্য বিশেষ অফার আনল BSNL। কোম্পানির ডিজিটাল পরিষেবার অন্তর্গত বিশেষ অফারে বিনামূল্যে পাওয়া যাবে, ডেটা, কলিং ও SMS। মহাকুম্ভ মেলায় হারিয়ে যাওয়ার একটি গুজব আশাকরি অনেকেই শুনেছেন। পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সংযুক্ত থাকার জন্য বিএসএনএল পরিষেবাটি চালু করেছে। মেলা প্রাঙ্গনজুড়ে 50টি BTS স্থাপনের পরিকল্পনা করছে কোম্পানি।

এই কেন্দ্রগুলিতে যে কেউ ডিজিটাল সেবায় অবদান রাখতে পারেন। বিএসএনএল এই স্পনসরশিপকে চারটি বিভাগে ভাগ করেছে। যারা স্পনসর করবেন, তাদের জন্য বিএসএনএল স্পনসর করা বেস ট্রান্সসিভার স্টেশন (BTS) এর মাধ্যমে সংযুক্ত সকল ব্যবহারকারীকে এসএমএস বিজ্ঞপ্তি পাঠাবে। বার্তাটিতে লেখা থাকবে, “মোট ব্যবহার (আপনার নাম) দ্বারা বিনামূল্যে স্পনসর করা হবে।”

WhatsApp Community Join Now

পাশাপাশি ক্যাটাগরি ১-এ, প্রতিদিন ১০,০০০ টাকার স্পনসরশিপের পরিমাণ ১টি বিটিএস-এর অধীনে সংযুক্ত সকল গ্রাহকদের জন্য বিনামূল্যে ভয়েস কল, ডেটা এবং SMS দেওয়া হবে। ক্যাটাগরি ২-এ ৪০,০০০ টাকার একটি নির্দিষ্ট স্পনসরশিপের প্রয়োজন। যেখানে ক্যাটাগরি ৩ এবং ৪-এ ৩০ এবং ৫০টি বিটিএস-এর জন্য যথাক্রমে ৯০,০০০ টাকা এবং ২,৫০,০০০ টাকা প্রতিদিনের মূল্য নির্ধারণ করা হয়েছে।

সহজ করে বললে, টেলিযোগাযোগের ভাষায়, “BTS” এর অর্থ হল “বেস ট্রান্সসিভার স্টেশন”। এটি মোবাইল ডিভাইস, যেমন ফোন এবং সেলুলার নেটওয়ার্কের মধ্যে ওয়্যারলেস যোগাযোগকে সহজ করে। একটি নির্দিষ্ট এলাকার মধ্যে রেডিয়ো সংকেত প্রেরণ এবং গ্রহণ করে, যা একটি সেল নামে পরিচিত। মূলত, এটি আপনার ফোন এবং নেটওয়ার্কের মধ্যে সংযোগকারী হিসাবে কাজ করে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন