টেলিকম

মাত্র ২৭৭ টাকায় ১২০ জিবি ডেটা, অগ্নিমূল্যের বাজারে সাশ্রয়ী রিচার্জ প্ল্যান BSNL-র

Published on:

Bsnl best recharge plan 277 offering 120gb total data check details

এই মুহূর্তে দেশের সবথেকে সাশ্রয়ী মূল্যের এবং শীর্ষস্থানীয় টেলিকম পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি, ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। কোম্পানি তাদের গ্রাহকদের জন্য একাধিক আকর্ষণীয় এবং সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান হাজির করেছে। যারা মূলত বেসরকারি টেলিকম কোম্পানিগুলির রিচার্জ প্ল্যানের ক্রমবর্ধমান খরচের কারণে বিরক্ত হয়ে উঠেছেন, তাদের জন্য বিকল্প হয়ে উঠেছে বিএসএনএল।

মোবাইল চালু রাখা এবং অন্যান্য পরিষেবা পাওয়ার জন্য আপনি যদি মাসে ৩০০ টাকার বেশি খরচ করতে না চান, তাহলে এই রিচার্জ প্ল্যানটি আপনার জন্য ভালো হতে পারে।

BSNL এর ২৭৭ টাকার প্রিপেইড প্ল্যান

এদিন, বিএসএনএল তাদের এক্স হ্যান্ডেলের মাধ্যমে এই প্ল্যানটি ঘোষণা করেছে। সীমিত সময়ের জন্য অফারটি রাখা হয়েছে। এই প্ল্যানটির দাম ২৭৭ টাকা এবং এখানে মোট ১২০ জিবি ডেটা পাওয়া যাবে।

গ্রাহকরা প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা পাবেন। দৈনিক লিমিট শেষ হয়ে গেলে, গতি ৪০ কেবিপিএসে নেমে আসবে। তবে জানিয়ে রাখি, এই প্ল্যানে পরিষেবার মেয়াদ অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ এই অফারটি পেতে ব্যবহারকারীদের একটি সক্রিয় প্রিপেইড প্ল্যান থাকতে হবে।

বিএসএনএল সেলফকেয়ার অ্যাপ অথবা বিএসএনএল অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সহজেই প্ল্যানটি রিচার্জ করা যাবে। উল্লেখ্য, ২৭৭ টাকার রিচার্জ প্ল্যানটি এমন ব্যবহারকারীদের জন্য সেরা, যাদের সাশ্রয়ী মূল্যে উচ্চ ডেটা সীমা প্রয়োজন। তবে, যেহেতু এর বৈধতা নেই, তাই প্ল্যানটি বেছে নেওয়ার আগে ব্যবহারকারীদের অবশ্যই নিশ্চিত করতে হবে, যে তাদের একটি সক্রিয় প্রিপেইড প্ল্যান রয়েছে।