টেলিকম

Jio, Airtel, Vi এর মাথাব্যথা বাড়ালো BSNL-র এই তিন প্ল্যান, সুবিধা পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ

Published on:

Bsnl best three recharge plans of 150 160 180 days validity

টেলিকম শিল্পে ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে অনেকটাই পরিস্থিতি ভালোর দিকে এগোচ্ছে কোম্পানির জন্য। সম্প্রতি তিনটি রিচার্জ প্ল্যান এনেছে এই টেলিকম অপারেটর, যা জিও, এয়ারটেলের মতো বড় টেলকোগুলিকে দারুন টক্কর দেওয়া শুরু করেছে। এই তিন রিচার্জ প্ল্যান বেশ লাভজনক হতে পারে বলে দাবি করেছে বিএসএনএল।

BSNL ১৫০ দিনের প্ল্যান

BSNL-এর জনপ্রিয় রিচার্জগুলির মধ্যে একটি হল এর ১৫০ দিনের প্ল্যান, যার দাম ৩৯৭ টাকা। ঘন ঘন রিচার্জ করতে গিয়ে ক্লান্ত হয়ে গেলে, সেই ঝামেলা থেকে মুক্তি দেবে এই রিচার্জ প্ল্যান। এই প্রিপেইড প্ল্যানে প্রথম ৩০ দিন, ব্যবহারকারীরা বিনামূল্যে কলিং এবং দৈনিক ২ জিবি ডেটা পাবেন এবং প্রতিদিন ১০০টি বিনামূল্যে এসএমএস উপভোগ করতে পারবেন।

BSNL এর ১৬০ দিনের প্ল্যান

মেয়াদ আর একটু বেশি চাইলে রিচার্জ করুন ৯৯৭ টাকার প্ল্যান। আগের প্ল্যানের থেকে এতে সুবিধা ও মেয়াদ দুটোই বেশি। পুরো ১৬০ দিন যেকোনও নেটওয়ার্কে যতখুশি কল করার সুযোগ পাবেন, সঙ্গে মিলবে প্রতিদিন ২ জিবি ডেটা। মূলত, যারা বিনামূল্যে কলিং এবং ডেটা উভয়ই খুঁজছেন তাদের জন্য এটি একটি আদর্শ প্ল্যান।

BSNL এর ১৮০ দিনের প্ল্যান

টানা ছয় মাস রিচার্জ করার দরকার পড়বে না। খরচ হবে ৮৯৭ টাকা। সুবিধা কী কী পাবেন? বিএসএনএল এই প্ল্যানে রয়েছে আনলিমিটেড ফ্রি কলিং, গ্রাহকরা মোট ৯০ জিবি ডেটা এবং প্রতিদিন ১০০টি বিনামূল্যে SMS উপভোগ করতে পারবেন। যাদের দীর্ঘ সময়ের জন্য পর্যাপ্ত টকটাইম এবং ডেটা দরকার তারা এই প্ল্যান বিবেচনা করতে পারেন।