দিনে খরচ ৫ টাকার কম, BSNL এর এই প্ল্যানে সবচেয়ে সস্তায় এক বছরের সুবিধা

BSNL ব্যবহারকারীদের জন্য একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান চলে এসেছে, যেখানে দিনপ্রতি খরচ ৪.৫ টাকা। ইন্টারনেট ব্যবহার করার জন্য দৈনিক ২ জিবি ডেটা পাওয়া যাবে। এই প্রিপেইড প্ল্যান রিচার্জ করলে আপনাকে আগামী ৩৬৫ দিন আর রিচার্জ করতে হবে না। কোম্পানির এই প্ল্যান বেশ চাপে ফেলতে পারে ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেল। কত খরচ এবং কী কী সুবিধা রয়েছে সমস্ত তথ্য খুঁটিনাটি জেনে নিন।

BSNL এর অন্যতম সস্তা ৩৬৫ দিনের রিচার্জ

ঘন ঘন রিচার্জের টাকা দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন সবাই। তাই বিএসএনএল সেইসব ব্যবহারকারীদের জন্য সস্তায় এক বছরের রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে, যা একবার রিচার্জ করলে নিশ্চিন্ত থাকবেন বারো মাস। এদিন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে একটি পোস্টে, BSNL তাদের নতুন রিচার্জ প্ল্যানের বিস্তারিত তথ্য শেয়ার করেছে। এই প্ল্যানের মেয়াদ ৩৬৫ দিন। বলা হয়েছে, “৩৬৫ দিন নন-স্টপ স্ক্রলিং, স্ট্রিমিং এবং সার্ফিং করা যাবে।”

এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা পাবেন। দৈনিক সীমা শেষ হয়ে গেলে, ব্যবহারকারীরা ৪০ কেবিপিএস গতিতে সীমাহীন ইন্টারনেট উপভোগ করতে পারবেন। খরচ হবে ১,৫১৫ টাকা। তবে এই প্ল্যানে কোনও কলিং সুবিধা নেই, যার ফলে এটি ব্যবহারকারীদের জন্য একটি ডেটা-কেন্দ্রিক বিকল্প হিসাবে কাজ করতে পারে। প্রতিদিন ২ জিবি ডেটার জন্য খরচ হবে মাত্র ৪.১৫ টাকা।

৩ জিবি হাই-স্পিড ডেটা, এক বছর ভ্যালিডিটি, রয়েছে কলিং

আনলিমিটেড ভয়েস কলিংয়ের সঙ্গে ৩৬৫ দিন ভ্যালিডিটি চাইলে BSNL এর এই প্ল্যানটি বিবেচনা করতে পারেন। ১১৯৫ টাকার প্রিপেইড প্ল্যানে ৩০০ মিনিট ফ্রি কলিং এবং SMS এর সুবিধা রয়েছে। শুধু তাই নয়, প্রতিদিন ৩ জিবি হাই স্পিড ডেটা পাওয়া যাবে। এটি কোম্পানির অন্যতম সস্তা এবং একাধিক সুবিধায় ভরা প্রিপেইড রিচার্জ প্ল্যান।