টেলিকম

500 টাকার কমে সিম চালু থাকবে প্রায় 3 মাস, Jio ও BSNL এর সেরা দুই রিচার্জ প্ল্যান দেখে নিন

Published on:

bsnl-jio-two-recharge-plan-under-500-offering-90-days-validity-unlimited-call

যদি আপনি কম ইন্টারনেট ব্যবহার করেন এবং কেবল কল ও SMS এর জন্য রিচার্জ প্ল্যান খোঁজ করে থাকেন তাহলে BSNL ও Jio-র কাছে সবচেয়ে সেরা প্ল্যান আছে। যদিও এই ধরনের সুবিধা এয়ারটেল ও ভোডাফোন আইডিয়াও দেয়, তবে এদের প্ল্যানের দাম তুলনামূলক বেশি। এই প্রতিবেদনে আমরা BSNL ও Jio-র এমন দুটি প্ল্যানের বিষয়ে বলবো, যেখানে কম খরচে দীর্ঘ ভ্যালিডিটি সহ আনলিমিটেড কলিং, ডেটা, এসএমএসের সুবিধা পাওয়া যাবে। আর এই দুটি প্ল্যানের দাম 500 টাকারও কম। এই প্ল্যান দুটি প্রায় 3 মাস ধরে ব্যবহার করা যাবে।

জিও 479 টাকার প্ল্যান

জিও-র 479 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। অর্থাৎ এই প্ল্যান রিচার্জ করলে প্রায় 3 মাস ধরে ব্যবহার করা যাবে। এখানে মোট 6 জিবি ডেটা পাওয়া যাবে। এই ডেটা 84 দিন ধরে ব্যবহার করা যাবে। 479 টাকার এই প্ল্যানে আপনি 84 দিন ধরে আনলিমিটেড ভয়েস কলিং সহ 1000 এসএমএস পাঠানোর সুবিধা পাবেন।

WhatsApp Community Join Now

এছাড়াও এই প্ল্যানের সাথে অতিরিক্ত সুবিধাও দেওয়া হয়। এখানে জিও অ্যাপগুলির বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যায়। অর্থাৎ আপনি জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড ব্যবহার করতে পারবেন। তবে এখানে আনলিমিটেড 5G ডেটার সুবিধা মিলবে না।

বিএসএনএল 439 টাকার প্রিপেড প্ল্যান

বিএসএনএল সম্প্রতি এই প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে, যেখানে 500 টাকারও কম দামে 90 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। বিএসএনএলের 439 টাকার প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং এবং 300 টি এসএমএস দেওয়া হয়। যদিও এই প্ল্যানের সাথে কোনো ডেটা বেনিফিট অফার করা হয় না। তবে যদি আপনার ডেটার প্রয়োজন হয় তাহলে আপনি বিএসএনএলের সাশ্রয়ী মূল্যের ডেটা ভাউচার রিচার্জ করতে পারবেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন