টেলিকম

ইন্টারনেট পাবেন মনের মতো, সীমিত সময়ের জন্য 60 দিন মেয়াদের নতুন ভাউচার আনল BSNL!

Updated on:

Bsnl launches new 260 rupees recharge plan price rs 277 for limited period

সরকার মালিকাধীন টেলিকম অপারেটর ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL), সম্প্রতি একটি নতুন প্রিপেইড ভাউচার লঞ্চ করেছে। যেখানে সীমিত সময়ের জন্য গ্রাহকদের 120 জিবি ডেটা অফার করা হচ্ছে। এই ভাউচারটি বড়দিনের উৎসব উপলক্ষে ঘোষণা করা হয়েছে। যেহেতু এটি একটি সীমিত সময়ের অফার, তাই এই প্ল্যানের সাথে রিচার্জ করার জন্য আপনার কাছে মাত্র কয়েকদিন আছে।

তবে BSNL-এর সীমিত সময়ের অফারগুলি সাধারণত সীমিত সময়ের জন্য থাকে না, বরং কোম্পানির ঘোষণার চেয়ে বেশি সময়ের জন্য সবসময় উপলব্ধ থাকে। তাই আপনি যদি বেশি ডেটা ব্যবহার করে থাকেন তাহলে এই প্ল্যানটি কাজে আসতে পারে। এটির দাম 277 টাকা।

WhatsApp Community Join Now

BSNL 277 টাকার ডেটা ভাউচার

কোম্পানির 277 টাকার প্ল্যানটিতে 120 জিবি ডেটা পাওয়া যাবে। এই ডেটা ভাউচারটির মেয়াদ 60 দিন। আপনার বেস প্ল্যানের মেয়াদ শেষ হয়ে গেলে যে পরিমাণ অব্যবহৃত ডেটা থাকবে, সেটাও শেষ হয়ে যাবে। FUP (ন্যায্য ব্যবহার নীতি) ডেটা সীমা 120 জিবি ব্যবহার করার পরে গতি কমে হবে 40 Kbps। অফারটি রয়েছে 16 জানুয়ারি, 2025 পর্যন্ত।

টেলিকম কোম্পানির ব্যবহারকারীরা BSNL সেল্ফ কেয়ার অ্যাপ বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই প্ল্যানটি রিচার্জ করতে পারেন। মনে রাখবেন যে, এই ডেটা ভাউচার রিচার্জ করার আগে আপনার একটি বেস সক্রিয় প্রিপেইড প্ল্যান প্রয়োজন৷ কারণ আপনার যদি সক্রিয় প্রিপেইড প্ল্যান না থাকে, তাহলে আপনার ডেটা ভাউচার কাজ করবে না। বিশদে জানতে কোম্পানির সোশ্যাল মিডিয়া পেজ বা ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন