টেলিকম

৬০ দিন যতখুশি কলিং, সঙ্গে দৈনিক ডেটা, সবথেকে কম খরচের রিচার্জ প্ল্যান আনল BSNL

Published on:

Bsnl launches new 345 affordable prepaid recharge plan With 60 days validity

বেসরকারি টেলিকম কোম্পানিগুলি যেখানে ক্রমাগত রিচার্জের দাম বাড়িয়ে সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করছে, সেখানে কম দামে প্রিপেইড প্ল্যান এনে কিছুটা হলেও স্বস্তি দেওয়ার চেষ্টা করছে BSNL। কেন্দ্রীয় সরকার মালিকাধীন ভারত সঞ্চার নিগম লিমিটেড এদিন একটি নতুন রিচার্জ প্ল্যান এনেছে, যেখানে ৬০ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং ও ডেটা ব্যবহার করার সুবিধা রয়েছে।

যারা কম খরচে সিম কার্ড সক্রিয় রাখতে চান, এমন সকল ব্যবহারকারীর জন্য এটি একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। BSNL-এর এই প্ল্যানে ব্যবহারকারীরা কী কী সুবিধা পাবেন আসুন দেখে নেওয়া যাক।

BSNL এর ৩৪৫ টাকার রিচার্জ প্ল্যান

এই প্ল্যানের খরচ জিও, এয়ারটেল ও ভিআই-এর রিচার্জের থেকেও কম। ৩৪৫ টাকার প্রিপেইড প্ল্যানের মেয়াদ ৬০ দিন। এতে ব্যবহারকারীরা আনলিমিটেড ভয়েস কলিং পাবেন। এর সঙ্গে প্রতিদিন ১০০টি এসএমএস এবং দৈনিক ১ জিবি ডেটা পাবেন। যদি ব্যবহারকারীরা আরও ডেটা চান, তাহলে তারা ৩৪৭ টাকার প্ল্যানও নিতে পারেন।

এই রিচার্জের খরচ ২ টাকা বেশি হলেও, এই প্ল্যানের মাধ্যমে ব্যবহারকারীরা আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক ১০০টি এসএমএস এবং ২ জিবি ডেটা পাবেন। তবে ৩৪৭ টাকার প্ল্যানের মেয়াদ ৫৪ দিন। এই রিচার্জ প্ল্যান এবং ৩৪৫ টাকার প্ল্যানের মধ্যে খুব বেশি পার্থক্য নেই।

প্রসঙ্গত, বিএসএনএল শীঘ্রই সারা দেশে ১ লক্ষ ৪জি সাইট স্থাপন করবে বলে দাবি করেছে। পাশাপাশি আরও সাইট স্থাপনের জন্য টাটা গ্রুপের কাছে অর্ডার সম্প্রসারণ করতে পারে কোম্পানি। একই সাথে, বিএসএনএল নয়াদিল্লিতে ৫জি SA পরিকাঠামো করার পরিকল্পনাও করছে। অদূর ভবিষ্যতে ৫জি NSA পরিকাঠামো স্থাপনের চেষ্টা করতে পারে কোম্পানি।