ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) ভারতীয় ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত একটি উচ্চ-গতির ব্রডব্যান্ড প্ল্যান হাজির করেছে। যেখানে নিরবচ্ছিন্ন স্ট্রিমিং, গেমিং এবং ঘরে বসে কাজ করার সুবিধা পাওয়া যাবে বলে দাবি করা হয়েছে। এই প্ল্যানে ২০০ এমবিপিএস গতি এবং ৫০০০ জিবি ডেটা পাওয়া যাবে। ক্রিকেট-প্রেমীদের জন্যও এটি কাজে আসতে পারে। এই প্ল্যানের দাম ও বিস্তারিত সুবিধা জেনে নিন।
দেশজুড়ে ক্রিকেটের উত্তাপ ছড়িয়ে পড়িয়েছে। তাই নিরবচ্ছিন্ন স্ট্রিমিং অপরিহার্য। BSNL-এর এই প্ল্যানে যা যা পাবেন : স্ট্রিমিং এবং ডাউনলোডের জন্য ২০০ এমবিপিএস হাই-স্পিড ইন্টারনেট। ম্যাচ, সিনেমা এবং আরও অনেক কিছু দেখার জন্য ৫০০০ জিবি মাসিক ডেটা। অতি-নিম্ন ল্যাটেন্সি-সহ নির্বিঘ্নে গেমিং এবং ঘরে বসে কাজ করার সুবিধা। এই ব্রডব্যান্ড প্ল্যানের দাম ৯৯৯ টাকা।
বর্তমান এবং নতুন বিএসএনএল ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়ে এই প্ল্যান আপগ্রেড বা সাবস্ক্রাইব করতে পারবেন। এর জন্য হোয়াটসঅ্যাপে ১৮০০-৪৪৪৪ নম্বরে ‘Hi’ লিখে পাঠাতে হবে এবং নির্দেশাবলী অনুসরণ করতে হবে।
বিএসএনএল এর দাবি, এই ব্রডব্যান্ড প্ল্যান সারা দেশে বিস্তৃত কভারেজ-সহ একটি নির্ভরযোগ্য নেটওয়ার্ক সরবরাহ করে। এটিতে কোনও লুকানো অর্থাৎ হিডেন চার্জ নেই এবং এটি সবচেয়ে সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান। কোনও বাফারিং, কোনও বাধা ছাড়াই পরিষেবা প্রদানের দাবি রাখে, যা দর্শক এবং ক্রিকেট প্রেমীদের জন্য উপযুক্ত।
প্রসঙ্গত, অন্য এক প্ল্যানে ক্রিকেটের মরশুম উপলক্ষে কোম্পানি মাত্র ২৫১ টাকায় ২৫১ জিবি হাই-স্পিড ডেটা প্রদান করছে। আইপিএল চলাকালীন সবাই টিভি, ল্যাপটপ, অথবা স্মার্টফোনে ক্রিকেট দেখছে। ক্রিকেটপ্রেমীদের জন্য, পুরো ম্যাচ জুড়ে সংযুক্ত রাখার জন্য এই প্ল্যান এনেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটরটি।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.