BSNL লঞ্চ করল নতুন OTT প্রিপেইড প্ল্যান, মাত্র ২৮ টাকা থেকে শুরু, দেখুন সিনেমা সহ ওয়েব সিরিজ

যারা OTT প্ল্যাটফর্মে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন তাদের জন্য সুখবর। সরকারি টেলিকম কোম্পানি BSNL সম্প্রতি তিনটি নতুন OTT প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে। আর এই প্ল্যানগুলির দাম শুরু হচ্ছে মাত্র ২৮ টাকা থেকে। আর এই প্ল্যানগুলি আনা হয়েছে OTTplay-এর সাথে হাত মিলিয়ে। টেলিকমটক-এর রিপোর্ট অনুযায়ী, BSNL এর এই স্পেশাল প্যাকগুলির সুবিধা সার্কেল অনুযায়ী ভিন্ন হতে পারে। চলুন নতুন প্ল্যানগুলির সুবিধা জেনে নেওয়া যাক।
BSNL এর ২৮ টাকার প্ল্যান
এই প্ল্যানটির ভ্যালিডিটি ৩০ দিন। তবে এর দ্বারা সিমের ভ্যালিডিটি বাড়বে না। এখানে লায়ন্সগেট প্লে, ইটিভি উইন, VROTT, প্রিমিয়ামফ্লিক্স, নামফ্লিক্স, গুজরি ও ফ্রাইডে সহ মোট ৭টি ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট দেখার সুযোগ পাওয়া যাবে। এর সাথে রয়েছে আরও ৯টি কমপ্লিমেন্টারি ওটিটি সুবিধা। সুবিধা থেকে স্পষ্ট যে এটি একটি এন্টারটেইনমেন্ট প্ল্যান।
BSNL এর ২৯ টাকার প্ল্যান
৩০ দিনের ভ্যালিডিটি সহ এই প্ল্যানেও পাওয়া যাবে ৭টি ওটিটি সুবিধা। তবে এখানে প্ল্যাটফর্মগুলি ভিন্ন। এখানে সিমারো, লায়ন্সগেট প্লে, দঙ্গল প্লে, VROTT এর সাবস্ক্রিপশন বিনামূল্যে অফার করা হবে।
BSNL এর ১৫১ টাকার প্ল্যান
এই প্ল্যান রিচার্জ করলে ১৭টি ওটিটি অ্যাপের সুবিধা পাওয়া যাবে। যেগুলোর মধ্যে আছে সনি লিভ, সিমারো, লায়ন্সগেট প্লে, SunNXT, ডলিউডপ্লে, ইটিভি উইন, আহা, আহা তামিল, দঙ্গল প্লে, চৌপাল, চৌপাল ভোজপুরি, VROTT, প্রিমিয়ামফ্লিক্স, নম্মাফ্লিক্স ও গুজরি। এরও ভ্যালিডিটি ৩০ দিন।
উল্লেখ্য, বছরের শুরুতে BSNL তাদের গ্রাহকদের জন্য বিনামূল্যে BiTV পরিষেবা চালু করেছিল। যেখানে লাইভ টিভি দেখার সুবিধা রয়েছে। এবার টেলিকম কোম্পানিটি ওটিটি প্রেমীদের কথা মাথায় রেখে নতুন প্ল্যান নিয়ে এল।