ডিসেম্বরের সাবস্ক্রাইবার পরিসংখ্যান প্রকাশ করল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)। এই পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের শেষ মাসে কিছু টেলিকম সংস্থার গ্রাহক সংখ্যায় বৃদ্ধি দেখা গিয়েছে, আবার কোনও অপারেটর হারিয়েছে কয়েক লক্ষ ব্যবহারকারী। নভেম্বরে, Jio ১২ লাখের বেশি নতুন ব্যবহারকারী যুক্ত করে, যেখানে ওই মাসে BSNL হারায় প্রায় ৩ লাখ ৪০ হাজার ব্যবহারকারী। ডিসেম্বরেও শীর্ষ স্থান ধরে রেখেছে Jio। যেখানে BSNL এবং Vodafone Idea সাবস্ক্রাইবার হারিয়েছে।
২০২৪ এর ডিসেম্বরে Jio এবং Airtel এর সাবস্ক্রাইবার
ট্রাই-এর রিপোর্ট অনুযায়ী, ডিসেম্বরে রিলায়েন্স জিও যুক্ত করেছে ৩৯ লাখ নতুন গ্রাহক এবং ভারতী এয়ারটেল একই সময়ে ১০ লাখের বেশি গ্রাহক যুক্ত করেছে তাদের প্ল্যাটফর্মে। বর্তমানে, জিও এবং এয়ারটেলের গ্রাহক সংখ্যা যথাক্রমে – ৪৬ কোটি ৫১ লাখ এবং ৩৮ কোটি ৫৩ লাখ, যা নভেম্বরে ছিল ৪৬ কোটি ১২ লাখ এবং ৩৮ কোটি ৪২ লাখ।
২০২৪ এর ডিসেম্বরে Vodafone Idea এবং BSNL এর সাবস্ক্রাইবার
দেশের দুই শীর্ষ টেলিকম অপারেটর লক্ষ লক্ষ নতুন গ্রাহককে স্বাগত জানালেও, ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল গ্রাহক সংখ্যার ক্ষেত্রে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। ডিসেম্বরে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল হারিয়েছে ৩ লাখ ২২ হাজার গ্রাহক, যা নভেম্বরের তুলনায় ২০ হাজার কম।
অন্যদিকে, সম্প্রতি ৫জি পরিষেবা শুরু করা সত্ত্বেও ১৭ লাখের বেশি গ্রাহক হারিয়েছে ভোডাফোন আইডিয়া। নভেম্বরে এই সংখ্যাটি ছিল ১০ লাখ। ২০২৪ সালের শেষ মাসে সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে ভোডাফোন আইডিয়া। ডিসেম্বর পর্যন্ত, বিএসএনএল এবং ভোডাফোন আইডিয়ার গ্রাহক সংখ্যা যথাক্রমে – ৯ কোটি ১৭ লাখ এবং ২০ কোটি।