BSNL এর সুপারস্টার প্রিমিয়াম ওয়াইফাই প্ল্যান, পাবেন ৫০০০ জিবি ডেটা

ধীরগতির ইন্টারনেট, সীমিত ডেটা এবং বাড়তি ব্রডব্যান্ড বিল নিয়ে অনেক গ্রাহকই বিরক্ত। বাড়িতে কাজ, অনলাইন ক্লাস, কিংবা রাতে আরাম করে ওয়েব সিরিজ দেখতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। ঠিক এই জায়গাতেই উৎসবের মরশুমে বড়সড় চমক দিল BSNL। সংস্থাটি নতুন SuperStar Premium WiFi Plan নিয়ে এসেছে। এই প্ল্যানে গ্রাহকরা পাবেন ২০০ এমবিপিএস পর্যন্ত আল্ট্রা-ফাস্ট ইন্টারনেট স্পিড।

ফলে যারা 4K ভিডিও স্ট্রিমিং, অনলাইন গেমিং ও অফিস মিটিংয়ের জন্য ফাস্ট ইন্টারনেট চান তাদের জন্য এই প্ল্যান উপযুক্ত। তার ওপর মাসে ৫০০০ জিবি ডেটা পাওয়া যাবে। এত ডেটা এক মাসে সাধারণত শেষ করা কঠিন।

BSNL এর এই প্ল্যানের আরেকটা বড় আকর্ষণ হল OTT সুবিধা। শুধু ইন্টারনেট নয়, এখানে রয়েছে বিভিন্ন OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেস। অর্থাৎ আলাদা করে সাবস্ক্রিপশন নেওয়ার ঝামেলা নেই। সিনেমা, ওয়েব সিরিজ, টিভি শো সবই এক প্যাকেজে।

দামের দিক থেকেও BSNL এর এই প্ল্যান বাজেটবান্ধব। এই SuperStar Premium WiFi Plan-এর দাম ৯৯৯ টাকা। তবে উৎসব অফারে যদি কেউ ১২ মাসের জন্য পেমেন্ট করেন, তাহলে সরাসরি ২০ শতাংশ ছাড় পাবেন। ছাড়ের পর মাসিক খরচ দাঁড়াবে মাত্র ৭৯৯ টাকা।

এই অফারটি মকর সংক্রান্তি উপলক্ষে আনা হয়েছে এবং বৈধ থাকবে ১৪ জানুয়ারি ২০২৬ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত। প্ল্যান রিচার্জ করতে বা আপগ্রেড করতে আপনি হোয়াটসঅ্যাপে 1800 4444 নম্বরে শুধু “HI” লিখে পাঠিয়ে পরবর্তী ধাপগুলি অনুসরণ করতে পারেন।