টেলিকম

BSNL আনল নববর্ষের সেরা অফার, 425 দিন নিশ্চিন্তে কল ও ইন্টারনেট সুবিধা

Published on:

Bsnl new year offer get 425 days validity on recharge rs 2399 annual plan

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) 2025 সালের শুরুতে গ্রাহকদের জন্য বিশেষ নববর্ষ বিশেষ অফার নিয়ে এসেছে। এই অফারে গ্রাহকরা একটি বার্ষিক প্ল্যান রিচার্জ করলে 425 দিনের ভ্যালিডিটি পাবেন। আগে এই প্ল্যানের ভ্যালিডিটি ছিল 395 দিন। নতুন বছরের এই বিশেষ অফারের সুবিধা সীমিত সময়ের জন্য গ্রাহকরা পাবে। আগামী 16 জানুয়ারীর মধ্যে রিচার্জ করলে এই সুবিধা উপভোগ করা যাবে। এরপর BSNL এর এই প্ল্যান রিচার্জ করলে আগের মতোই 395 দিনের ভ্যালিডিসহ ডেটা ও কলিং সুবিধা পাওয়া যাবে।

আনলিমিটেড কলিং ও রোজ ইন্টারনেট ডেটা পাওয়া যাবে

এই বিশেষ অফারে বিএসএনএল 2,399 টাকার প্ল্যানের সাথে 30 দিন অতিরিক্ত ভ্যালিডিটি অফার করছে। এখানে অন্য সময়ে 395 দিন ভ্যালিডিটি পাওয়া যেত, তবে অফার চলাকালীন, 16 জানুয়ারির মধ্যে রিচার্জ করলে গ্রাহকরা পুরো 425 দিনের জন্য 2 জিবি দৈনিক ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। এই রিচার্জের পরে প্রতিদিন 100 টি এসএমএস পাঠানোর সুবিধাও মিলবে।

WhatsApp Community Join Now

উল্লেখ্য, বিএসএনএল একমাত্র টেলিকম সংস্থা যারা এত দীর্ঘ মেয়াদের রিচার্জ প্ল্যান অফার করে। অন্যান্য সমস্ত সংস্থা সর্বাধিক 365 দিনের ভ্যালিডিটি সহ বার্ষিক প্ল্যান নিয়ে এসেছে, আবার এই প্ল্যানগুলির দাম বিএসএনএলের প্ল্যানের তুলনায় ব্যয়বহুল। এই কারণেই গত বছরের দ্বিতীয়ার্ধে লক্ষ লক্ষ ব্যবহারকারী বিএসএনএলের তাদের নম্বর পোর্ট করে চলে এসেছিল।

তবে আমরা বলবো, যদি আপনার এলাকায় বিএসএনএল এর 4G পরিষেবা পাওয়া যায় এবং ভাল ইন্টারনেট স্পিড মেলে, তাহলে এই প্ল্যানটি রিচার্জ করা ভালো হবে। কারণ একবার রিচার্জ করার পর দীর্ঘ ভ্যালিডিটির কারণে আপনি মাঝখানে নম্বর পোর্ট করতে চাইবেন না, কিন্তু খারাপ নেটওয়ার্কের কারণে বিরক্ত হয়ে উঠবেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন