ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) 2025 সালের শুরুতে গ্রাহকদের জন্য বিশেষ নববর্ষ বিশেষ অফার নিয়ে এসেছে। এই অফারে গ্রাহকরা একটি বার্ষিক প্ল্যান রিচার্জ করলে 425 দিনের ভ্যালিডিটি পাবেন। আগে এই প্ল্যানের ভ্যালিডিটি ছিল 395 দিন। নতুন বছরের এই বিশেষ অফারের সুবিধা সীমিত সময়ের জন্য গ্রাহকরা পাবে। আগামী 16 জানুয়ারীর মধ্যে রিচার্জ করলে এই সুবিধা উপভোগ করা যাবে। এরপর BSNL এর এই প্ল্যান রিচার্জ করলে আগের মতোই 395 দিনের ভ্যালিডিসহ ডেটা ও কলিং সুবিধা পাওয়া যাবে।
এই বিশেষ অফারে বিএসএনএল 2,399 টাকার প্ল্যানের সাথে 30 দিন অতিরিক্ত ভ্যালিডিটি অফার করছে। এখানে অন্য সময়ে 395 দিন ভ্যালিডিটি পাওয়া যেত, তবে অফার চলাকালীন, 16 জানুয়ারির মধ্যে রিচার্জ করলে গ্রাহকরা পুরো 425 দিনের জন্য 2 জিবি দৈনিক ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। এই রিচার্জের পরে প্রতিদিন 100 টি এসএমএস পাঠানোর সুবিধাও মিলবে।
উল্লেখ্য, বিএসএনএল একমাত্র টেলিকম সংস্থা যারা এত দীর্ঘ মেয়াদের রিচার্জ প্ল্যান অফার করে। অন্যান্য সমস্ত সংস্থা সর্বাধিক 365 দিনের ভ্যালিডিটি সহ বার্ষিক প্ল্যান নিয়ে এসেছে, আবার এই প্ল্যানগুলির দাম বিএসএনএলের প্ল্যানের তুলনায় ব্যয়বহুল। এই কারণেই গত বছরের দ্বিতীয়ার্ধে লক্ষ লক্ষ ব্যবহারকারী বিএসএনএলের তাদের নম্বর পোর্ট করে চলে এসেছিল।
তবে আমরা বলবো, যদি আপনার এলাকায় বিএসএনএল এর 4G পরিষেবা পাওয়া যায় এবং ভাল ইন্টারনেট স্পিড মেলে, তাহলে এই প্ল্যানটি রিচার্জ করা ভালো হবে। কারণ একবার রিচার্জ করার পর দীর্ঘ ভ্যালিডিটির কারণে আপনি মাঝখানে নম্বর পোর্ট করতে চাইবেন না, কিন্তু খারাপ নেটওয়ার্কের কারণে বিরক্ত হয়ে উঠবেন।
সোমবার চীনে লঞ্চ হল OnePlus 15 স্মার্টফোন। হ্যান্ডসেটটি গত বছরের OnePlus 13 এর উত্তরসূরি হিসেবে…
সোমবার চীনে লঞ্চ হল OnePlus Ace 6 স্মার্টফোন। এটি OnePlus Ace 5 এর উত্তরসূরী হিসেবে…
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
This website uses cookies.