সরকারি টেলিকম অপারেটর BSNL এর কাছে একটি গেম-চেঞ্জিং রিচার্জ প্ল্যান রয়েছে, যা জিও, এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়ার মতো সংস্থাগুলির ঘুম ওড়াতে যথেষ্ট। আপনি যদি ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়িয়ে চলতে চান এবং আপনার সিমটি দীর্ঘ সময় সচল রাখতে চান তবে এই প্ল্যান আপনার জন্য আদর্শ হতে পারে। BSNL এর এই প্ল্যানের ভ্যালিডিটি 150 দিন। এই প্ল্যানের দৈনিক খরচ 3 টাকারও কম। আসুন এই রিচার্জ প্ল্যানের দাম ও সুবিধা দেখে নেওয়া যাক।
দৈনিক খরচ 3 টাকার কম
আমরা BSNL এর 397 টাকার প্রিপেড প্ল্যানের কথা বলছি। এই প্ল্যানের ভ্যালিডিটি 150 দিন। দাম ও বৈধতা অনুযায়ী এখানে দিনে 3 টাকারও কম খরচ হয়। কোনও বেসরকারী টেলিকম অপারেটর 150 দিনের বৈধতার সাথে এই ধরনের রিচার্জ প্ল্যান অফার করে না।
প্রথম 30 দিন কল সহ বিভিন্ন সুবিধা
তবে মনে রাখবেন যে বিএসএনএল এর এই প্ল্যানের ভ্যালিডিটি 150 দিন হলেও কলিং, ডেটা এবং এসএমএস সুবিধা কেবল প্রথম 30 দিনের জন্য পাওয়া যাবে। এখানে আনলিমিটেড কলিং, দৈনিক 100 টি এসএমএস এবং দৈনিক 2 জিবি ডেটা অর্থাৎ প্রথম 30 দিনের জন্য মোট 60 জিবি ডেটা দেওয়া হবে। দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি হবে 40 কেবিপিএস। অর্থাৎ, আপনি যদি বিএসএনএল সিমকে সেকেন্ডারি নম্বর হিসেবে ব্যবহার করে থাকেন এবং দীর্ঘদিন অ্যাক্টিভ রাখতে চান, তাহলে এই প্ল্যানটি আপনার জন্য বেস্ট অপশন হতে পারে।
30 দিন পর কলিং, ডেটা ও এসএমএসের জন্য চার্জ দিতে হবে। আপনি 10 টাকা বা 20 টাকার টপ আপ রিচার্জ করেও কল বা এসএমএস করতে পারেন। এছাড়াও সংস্থাটি বিভিন্ন ধরনের ডেটা প্যাকও অফার করে।
4G নেটওয়ার্ক লঞ্চ করতে চলেছে সংস্থাটি
পরিষেবা আরও উন্নত করতে বিএসএনএল 60,000 এরও বেশি নতুন 4G টাওয়ার বসিয়েছে এবং এই বছর আরও 40,000 টাওয়ার ইনস্টল করার পরিকল্পনা আছে, যারপর সারা দেশে সংস্থার 4G পরিষেবা চালু করা হবে।