সরকারি মালিকানাধীন টেলিকম কোম্পানি BSNL, সম্প্রতি নতুন প্ল্যান এনেছে। লক্ষ লক্ষ গ্রাহকদের সুবিধার্থে দাম রাখা হয়েছে বাজেটের মধ্যে। তবে সুবিধা প্রচুর। এই রিচার্জ প্ল্যান টক্কর দেবে Jio, Airtel, এবং Vi- কে। যারা দীর্ঘ মেয়াদের রিচার্জ প্ল্যানের সন্ধান করছেন তাদের জন্য এটি ভালো বিকল্প হতে পারে। গ্রাহকদের প্রাত্যহিক জীবনের একাধিক প্রয়োজনীয়তা মেটাবে এই রিচার্জ প্ল্যান।
এখানে 425 দিন মেয়াদ পাওয়া যাবে। অর্থাৎ প্রায় 14 মাস। মানে এই প্ল্যান রিচার্জ করলে 2025 সালে আপনাকে আর রিচার্জ করতে হবে না। বাজারে এই মুহূর্তে একাধিক কম দামি ও লম্বা মেয়াদের প্ল্যানের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে BSNL। বিভিন্ন গ্রাহকদের চাহিদা অনুযায়ী প্রিপেইড প্ল্যানগুলি হাজির করছে কোম্পানি।
সম্প্রতি একটি নতুন প্রিপেইড প্ল্যান চালু করেছে বিএসএনএল, যা ঘন ঘন রিচার্জের বোঝা কমাবে। এটির দাম 2398 টাকা। নিয়মিত রিচার্জ করার বিষয়ে চিন্তা করতে হবে না। কারণ এটির বৈধতা 425 দিন। অন্যান্য সুবিধাগুলির মধ্যে রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং (যেকোনও নেটওয়ার্ক), মোট 850 জিবি ডেটা, (দৈনিক 2 জিবি) এবং দৈনিক 100টি SMS। দৈনিক ডেটা সীমা পৌঁছে গেলে, ব্যবহারকারীরা 40Kbps এর গতি পাবেন।
এই দামে এমন মেয়াদ ও সুবিধা সম্পন্ন রিচার্জ প্ল্যান আর কোনও কোম্পানির নেই। এই ধরনের কম দামি রিচার্জের কারণে জিও, এয়ারটেল ও ভিআইয়ের অন্যতম বিকল্প হয়ে উঠেছে বিএসএনএল। প্রসঙ্গত, কোম্পানি জানিয়েছে, নতুন বছরে উপহার হিসাবে শীঘ্রই দেশজুড়ে 4G পরিষেবা চালু করবে তারা।