BSNL এর নববর্ষ অফার, বাড়তি খরচ ছাড়াই অতিরিক্ত ইন্টারনেট ডেটা

BSNL গ্রাহকদের জন্য বছরের শুরুতেই সুখবর। বেশি ঢাকঢোল না পিটিয়ে সরকারি টেলিকম কোম্পানিটি তাদের জনপ্রিয় কয়েকটি প্রিপেড প্ল্যানে বাড়তি ডেটা দেওয়ায় কথা ঘোষণা করল। এরজন্য গ্রাহকদের অতিরিক্ত চার্জ দিতে হবে না। তবে এটি সীমিত সময়ের অফার। BSNL এর এই বিশেষ অফারে ৩০ দিন থেকে শুরু করে পুরো এক বছরের প্ল্যানে বাড়তি ডেটা পাওয়া যাবে।

BSNL এর ২২৫ টাকার প্ল্যান

৩০ দিনের ভ্যালিডিটি সহ উপলব্ধ এই প্ল্যানে আনলিমিটেড কলিং ও প্রতিদিন ১০০টি এসএমএস মেলে। আর এখন অফারের কারণে প্রতিদিন ৩ জিবি করে ডেটা ব্যবহার করা যাবে। অর্থাৎ মোট ৯০ জিবি ডেটা উপভোগ করা যাবে। সাধারণত এই প্ল্যানে ২.৫ জিবি ডেটা দেওয়া হয়।

BSNL এর ৩৪৭ টাকার প্ল্যান

৫০ দিনের ভ্যালিডিটি সহ আসা এই প্ল্যানে এখন প্রতিদিন ২.৫ জিবি করে ডেটা দেওয়া হচ্ছে, ফলে মোট ১২৫‌ জিবি ডেটা পাওয়া যাবে। আগে যেখানে মিলিত রোজ ২ জিবি ডেটা। কলিং এবং এসএমএস সুবিধা আগের মতোই রয়েছে।

BSNL এর ৪৮৫ টাকার প্ল্যান

৭২ দিনের ভ্যালিডিটি সহ এই প্ল্যানে এখন গ্রাহকরা রোজ ২.৫ জিবি করে ডেটা পাবেন, অর্থাৎ মোট ১৮০ জিবি ডেটা ব্যবহার করা যাবে। অন্যান্য সুবিধা আগের মতো পাওয়া যাবে।

bsnl_prepaid_plans

BSNL এর ২৩৯৯ টাকার প্ল্যান

যারা বারবার রিচার্জ করতে চান না, তাদের জন্য এই প্ল্যানটা উপযুক্ত। এখানে পাওয়া যায় ৩৬৫ দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০ এসএমএস। আর অফারের কারণে এখানে প্রত্যহ ২.৫ জিবি ডেটা উপভোগ করা যাবে।

অফার শেষ কবে?

এই বাড়তি ডেটার সুবিধা মিলবে শুধুমাত্র ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এরপর সব প্ল্যানে আগের মতো ডেটা পাওয়া যাবে। তাই যদি রিচার্জ করার কথা ভেবে থাকেন, তাহলে তাড়াতাড়ি করুন এবং অফারের লাভ ওঠান।

গ্রাহকরা নিকটবর্তী BSNL অফিস, অফিসিয়াল ওয়েবসাইট, BSNL Self Care অ্যাপ বা টোল ফ্রি নম্বর 1800-180-1503-এ যোগাযোগ করে অফার সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।