BSNL এর কাছে পাত্তা পাবে না Jio ও Airtel, সবচেয়ে সস্তায় ৩ জিবি ইন্টারনেট ডেটা

বর্তমানে মোবাইল ডেটা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তবে বেশি ডেটার জন্য প্রতিদিনের খরচও অনেক করতে হয়। জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া (VI) ইতিমধ্যেই তাদের রিচার্জ প্ল্যানগুলোর দাম বাড়িয়েছে। তবে এখনও বিএসএনএল (BSNL) সাশ্রয়ী মূল্যে রিচার্জ প্ল্যান অফার করছে। এই প্রতিবেদনে আমরা বিএসএনএল, জিও ও এয়ারটেলের রোজ ৩ জিবি ডেটা প্ল্যান সম্পর্কে বলবো।
BSNL এর ৩ জিবি ডেটা প্ল্যান
বিএসএনএলের ২৯৯ টাকার প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা দৈনিক ৩ জিবি হাই-স্পিড ডেটা পাবেন এবং এর মেয়াদ ৩০ দিন। অর্থাৎ, গ্রাহকরা মোট ৯০ জিবি ডেটা ব্যবহারের সুযোগ পাবেন। ডেটা লিমিট শেষ হয়ে গেলে গ্রাহকরা ৪০ কেবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। শুধু ডেটাই নয়, এই প্ল্যানে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধাও থাকছে।
Jio ও Airtel এর ৩ জিবি ডেটা প্ল্যান
জিও ও এয়ারটেলের একই ধরনের ডেটা সুবিধাযুক্ত প্ল্যানের দাম অনেকটাই বেশি। জিও-র ৪৪৯ টাকার প্ল্যানে গ্রাহকরা দৈনিক ৩ জিবি ডেটা, আনলিমিটেড কল এবং দৈনিক ১০০টি এসএমএস পান। সাথে JioTV, Jio AI Cloud এবং ৯০ দিনের JioHotstar সাবস্ক্রিপশন ফ্রি মেলে। এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন।
এয়ারটেলের ৪৪৯ টাকার প্ল্যানেও একই রকম সুবিধা রয়েছে। এতে এয়ারটেল এক্সস্ট্রিম প্লে প্রিমিয়াম (২টি OTT সাবস্ক্রিপশনসহ), আনলিমিটেড ৫জি ডেটা, স্প্যাম কল ও এসএমএস অ্যালার্ট, অ্যাপোলো ২৪/৭ সার্কেল এবং ফ্রি হ্যালোটিউনের সুবিধা পাওয়া যায়। এই প্ল্যানেরও মেয়াদ মাত্র ২৮ দিন।