টেলিকম

সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, মাত্র 397 টাকায় 150 দিন ভ্যালিডিটি, BSNL নাকি Jio দিচ্ছে এই সুবিধা

Published on:

Bsnl prepaid recharge plan rs 397 offering 150 days validity with extra benefits

কম দামে লম্বা মেয়াদের রিচার্জ প্ল্যান চাইলে BSNL আপনার জন্য আদর্শ। বারবার রিচার্জ করার প্রয়োজনীয়তা কমাতে সংস্থার কাছে একাধিক প্ল্যান রয়েছে, যা টক্কর দেবে জিও এবং এয়ারটেলকে। এর মধ্যে সংস্থার একটি প্ল্যানে 5 মাস ভ্যালিডিটি পাওয়া যাবে। আর এর দাম রয়েছে 400 টাকারও কম। ফোন চালু রাখার জন্য বিবেচনা করতে পারেন এই রিচার্জ প্ল্যানটি।

BSNL এর দুর্দান্ত প্রিপেড প্ল্যান

এই রিচার্জ প্ল্যানে দিন প্রতি গড়ে খরচ 3 টাকা। মিলবে 150 দিন ভ্যালিডিটি। দাম 397 টাকা। 30 দিন যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং করা যাবে। দেশজুড়ে বিনামূল্যে রোমিং কল, প্রতিদিন 2 জিবি ডেটা (প্রথম 30 দিন) এবং দৈনিক 100টি SMS (প্রথম 30 দিন) এর সুবিধাও রয়েছে।

WhatsApp Community Join Now

উল্লেখ্য, পরিষেবা আরও উন্নত করার জন্য 60,000টির বেশি নতুন টাওয়ার-সহ 4G নেটওয়ার্ক প্রসারিত করেছে বিএসএনএল। লক্ষ্য, এই বছর 9,000টির বেশি গ্রামে সংযোগ বিস্তৃত করে অতিরিক্ত 100,000 টাওয়ার চালু করা। গ্রাহকদের দুর্বল নেটওয়ার্কের অভিযোগ দ্রুত সমাধান করতে চাইছে বিএসএনএল।

কোম্পানির এই পরিকল্পনা আগামীদিনে কতটা ফলপ্রসু হয় তার উপর তো নজর থাকবেই। পাশাপাশি জিও এবং এয়ারটেলের লড়াইয়ে টিকে থাকতে এই বাস্তবায়ন অত্যন্ত জরুরি বলে মনে করছেন টেলিকম বিশেষজ্ঞরা। যদিও বিএসএনএলকে মাত দিতে 2025 টাকার একটি প্রিপেড প্ল্যান এনেছে জিও। যেখানে 200 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে।

এই রিচার্জ প্ল্যানে কলিং, ডেটা, SMS সব সুবিধাই রয়েছে। দীর্ঘ মেয়াদী প্ল্যানের ক্ষেত্রে সবথেকে বড় সুবিধা বারবার রিচার্জ করার প্রয়োজনীয়তা পড়েনা। আর আপনি যদি গড়ে হিসাব করেন তাহলে এটির খরচও মাসিক রিচার্জ প্ল্যানগুলির থেকে কম।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন