SIM বা তারের প্রয়োজন নেই, BSNL Q-5G FWA পরিষেবায় পাবেন ৩০০MbpS পর্যন্ত স্পিড, প্ল্যান ও খরচ জানুন

ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL সম্প্রতি Q-5G Fixed Wireless Access (FWA) পরিষেবা লঞ্চ করেছে, যার মাসিক খরচ শুরু হবে মাত্র ৯৯৯ টাকা থেকে। এই পরিষেবা নিয়ে আসা হয়েছে গ্রামীণ এবং দূরবর্তী এলাকায় দ্রুত ইন্টারনেট পৌঁছে দেওয়ার লক্ষ্যে। কারণ এইসব অঞ্চলে ফাইবার কানেক্টিভিটি চালু করা কঠিন। এই প্রতিবেদনে আমরা BSNL এর এই নতুন পরিষেবা সম্পর্কে বিস্তারিত জানাবো।
BSNL Q-5G Fixed Wireless Access (FWA) পরিষেবা আসলে কি
বিএসএনএল এর এই পরিষেবায় কোনো ফাইবারের প্রয়োজন হয় না এবং SIM-ছাড়াই এই পরিষেবা উপভোগ করা যাবে। Q-5G FWA পরিষেবা একশ শতাংশ দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং এটি শুধুমাত্র ডেটা পরিষেবা দেওয়ার জন্য আনা হয়েছে, অর্থাৎ এখানে ভয়েস কলের কোনও সুবিধা নেই। এই পরিষেবায় ব্যবহার করা হয়েছে 5G SA (Standalone) নেটওয়ার্ক
BSNL Q-5G FWA এর প্ল্যান ও দাম
বিএসএনএল এই পরিষেবার জন্য তিনটি আলাদা প্ল্যান নিয়ে এসেছে:
এরমধ্যে ৯৯৯ টাকার প্ল্যানে পাওয়া যাবে ২০০ জিবি ডেটা, যার সর্বোচ্চ স্পিড ১০০ এমবিপিএস পর্যন্ত।
আবার ১৪৯৯ টাকার বিএসএনএল Q-5G FWA প্ল্যানে উপভোগ করা যাবে ৫০০ জিবি ডেটা, এর স্পিড ৩০০ এমবিপিএস পর্যন্ত।
আর ১৯৯৯ টাকার প্ল্যানে পাওয়া যাবে ১ টিবি ইন্টারনেট ডেটা এবং স্পিড ২০০ এমবিপিএস পর্যন্ত।
তিনটি প্ল্যানেই ডেটা লিমিট শেষ হয়ে গেলে স্পিড কমে গিয়ে ২ এমবিপিএস হয়ে যাবে, তবে ইন্টারনেট একেবারে বন্ধ হবে না, অর্থাৎ আনলিমিটেড ডেটা ব্যবহারের সুবিধা আছে।
জায়গা অনুযায়ী BSNL Q-5G FWA পরিষেবার প্রাপ্যতা
আপাতত BSNL Q-5G FWA পরিষেবা চালু হয়েছে হায়দরাবাদ, চেন্নাই ও দিল্লি-এনসিআর সহ কিছু নির্দিষ্ট সার্কেলে। তবে সংস্থাটি জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই তারা গোটা দেশে এই পরিষেবা চালু করতে চায়।
যারা এই পরিষেবা নিতে চান তারা BSNL এর অফিসিয়াল ওয়েবসাইট বা কাছাকাছি কোনো কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে রেজিস্টার করতে পারবেন। এক্ষেত্রে রাউটারটির দাম আলাদা লাগবে, যা সম্ভবত ২,৫০০ থেকে ৩,০০০ টাকার মধ্যে থাকবে।