251 টাকায় 100 জিবি ইন্টারনেট ডেটা সহ আনলিমিটেড কল, BSNL এর এই প্ল্যান তড়িঘড়ি রিচার্জ করুন

শিশু দিবস উপলক্ষে শিক্ষার্থীদের জন্য BSNL একটি বিশেষ প্ল্যান লঞ্চ করে, যার মূল্য ২৫১ টাকা। এটি কোম্পানির সীমিত সময়ের প্রিপেড প্ল্যান, অর্থাৎ কিছুদিনের মধ্যে BSNL এর পোর্টফোলিও থেকে প্ল্যানটিকে সরিয়ে ফেলা হবে। সম্প্রতি একটি টুইট করে কোম্পানি এই বিষয়ে অবগত করেছে। আজ আমরা এই প্রতিবেদনে প্ল্যানটি নিয়ে আলোচনা করবো। আসুন ২৫১ টাকার প্ল্যানে গ্রাহকরা কী কী সুবিধা পাবেন দেখে নেওয়া যাক।
BSNL-এর ২৫১ টাকার প্ল্যানে
শিক্ষার্থীদের জন্য আনা BSNL এর ২৫১ টাকার বিশেষ এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। গ্রাহকরা এখানে মোট ১০০ জিবি ইন্টারনেট ডেটা এবং রোজ ১০০টি এসএমএস পাবেন। এর সাথে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধাও আছে। মূল্য এবং ভ্যালিডিটির নিরিখে এই প্ল্যানের দৈনিক খরচ ৮.৯৬ টাকা।
১৩ ডিসেম্বর পর্যন্ত রিচার্জ করা যাবে
তবে আপনি যদি এই সাশ্রয়ী মূল্যের প্ল্যান রিচার্জ করতে চান তাহলে তাড়াতাড়ি করুন, কারণ শীঘ্রই প্ল্যানটিকে সরিয়ে নেওয়া হবে। কোম্পানি জানিয়েছে যে এই বিশেষ প্ল্যানটি শুধুমাত্র ১৩ ডিসেম্বর পর্যন্ত উপলব্ধ। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ থেকে এই প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
তবে জানিয়ে রাখি যে, BSNL এখনও সারা দেশে 4G পরিষেবা চালু করতে পারিনি। তাই আপনি সব জায়গায় হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না। তাই আপনার এলাকায় সরকারি টেলিকম অপারেটরটির ভালো নেটওয়ার্ক পরিষেবা আছে কিনা দেখার পরই রিচার্জ করুন।

