Bharat Sanchar Nigam Limited: টেলিকম শিল্পে বিএসএনএলের নড়বড়ে অবস্থা নতুন নয়। কিন্তু, সম্প্রতি একটি বড় সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি, যার ফলে প্রচুর ব্যবহারকারী প্রভাবিত হতে পারেন বলে মনে করা হচ্ছে। মূলত, তিনটি কম দামি রিচার্জ প্ল্যান বন্ধ করতে চলেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। গত বছর মোবাইল রিচার্জের দাম বৃদ্ধির পর দলে দলে মানুষ যোগদান করেন বিএসএনএলে। কিন্তু, এবার বেশ কয়েকটি প্ল্যান বন্ধ করতে চলেছে কোম্পানি।
এদিন, সোশ্যাল মিডিয়ায়, একজন BSNL ব্যবহারকারী তাদের ফোনে আসা একটি SMS এর স্ক্রিনশট শেয়ার করেছেন, যেখানে বলা হয়েছে যে কোম্পানি তাদের তিনটি সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান বন্ধ করে দিচ্ছে। বার্তাটিতে লেখা আছে, “প্রিয় গ্রাহক, প্ল্যান ভাউচার ২০১, ৭৯৭, এবং ২৯৯৯ আগামী ১০.০২.২০২৫ থেকে বন্ধ করে দেওয়া হবে। অন্যান্য ভাউচার সম্পর্কে বিস্তারিত জানতে, দয়া করে সেলফকেয়ার অ্যাপটি ডাউনলোড করুন এবং আপনার রিচার্জে ২ শতাংশ ছাড় উপভোগ করুন।
তিনটি প্ল্যানের মধ্যে একটি প্ল্যানে ৩৬৫ দিন ভ্যালিডিটি পাওয়া যায়। তবে যারা এগুলি ইতিমধ্যে রিচার্জ করেছেন তাদের প্ল্যান সক্রিয় থাকবে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। সেই প্ল্যানগুলির মেয়াদ পর্যন্ত সুবিধা পাওয়া যাবে। তবে তারপর আর সেটি রিচার্জ করা যাবে না।
২০১ টাকার প্ল্যানের ক্ষেত্রে, ব্যবহারকারীরা ৯০ দিনের মেয়াদ পাবেন, কোনও কলিং সুবিধা নেই। অন্যদিকে, ৭৯৭ টাকার প্ল্যানে ৩০০ দিনের মেয়াদ রয়েছে, যার মধ্যে প্রথম ৬০ দিনের জন্য আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা, প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস সুবিধা রয়েছে। আর ২,৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানের মেয়াদ ৩৬৫ দিন, যার মধ্যে ভারতের যেকোনো নম্বরে আনলিমিটেড কলিং এবং বিনামূল্যে জাতীয় রোমিংয়ের সুবিধা আছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.