টেলিকম

নতুন সিম কার্ড নেবেন? আপনার অঞ্চলে কোন টেলিকম কোম্পানির টাওয়ার ভালো এভাবে চেক করুন

Published on:

Buying jio airtel bsnl vi new SIM card which telecom company tower is good in your area

দেশে চারটি মূল টেলিকম অপারেটর রয়েছে – Jio, Airtel, Vi এবং BSNL। কোনো কোম্পানি ৫জি, ৪জি পরিষেবা দেয় আবার কোনো কোম্পানি ৪জির পাশাপাশি ৩জি এবং ২জি পরিষেবাও দিয়ে থাকে। কিন্তু, আপনি যে এলাকায় থাকেন সেখানে কোন নেটওয়ার্ক ভালো তা যাচাই করার পর সিম কানেকশন নেওয়া উচিত। আর এই নেটওয়ার্ক ভালো কিনা তা জানার উপায়ও বেশ সহজ।

গ্রাহকদের সুবিধার্থে, সম্প্রতি টেলিকম রেগুলেটর অথরিটি অফ ইন্ডিয়া সকল টেলিকম অপারেটরকে নির্দেশ দিয়েছে যে তাদের ওয়েবসাইটে কভারেজ ম্যাপ যেন উপলব্ধ থাকে। যাতে গ্রাহকরা ওই ম্যাপ দেখে নিজের এলাকায় পরিষেবা কেমন তা জানতে পারেন। যদিও টেলিকম কোম্পানিগুলি তা করে উঠতে না পারলেও, আপনি Open Signal অ্যাপের মাধ্যমে এই ম্যাপ দেখতে পারবেন।

WhatsApp Community Join Now

ওপেনসিগন্যাল অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং অ্যাপল উভয় অ্যাপ স্টোর থেকেই ডাউনলোড করা যাবে। এই অ্যাপটি বিভিন্ন ধরণের পরিষেবা প্রদান করে, যার মাধ্যমে ব্যবহারকারীরা ইন্টারনেটের গতি পরীক্ষা করতে পারেন, নিকটতম মোবাইল টাওয়ারগুলি শনাক্ত করতে পারেন। প্রযুক্তির উপর ভিত্তি করে আপনার আশেপাশে উপলব্ধ নেটওয়ার্কগুলির অন্তর্দৃষ্টিও প্রদান করে ম্যাপটি।

আপনার এলাকায় কোন নেটওয়ার্কের উপস্থিতি বেশি বা ভালো তা জানতে, অ্যাপটি ডাউনলোড করতে পারেন। নেটওয়ার্ক পরিসংখ্যান অ্যাক্সেস করার জন্য তৃতীয় বিকল্পে ট্যাপ করুন। সেখান থেকে, আপনি আপনার পছন্দের নেটওয়ার্ক অপারেটর এবং প্রযুক্তি নির্বাচন করতে পারেন, যা আপনার জন্য উপলব্ধ সেরা নেটওয়ার্ক শনাক্ত করতে সাহায্য করবে। এখানে উক্ত নেটওয়ার্কের ডাউনলোড এবং আপলোডের গতিও দেখা যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন