BSNL এর ২৭৯৯ টাকার বার্ষিক প্ল্যান, ৩৬৫ দিনে প্রতিদিন ৩ জিবি ডেটা ও আনলিমিটেড কল

দেশজুড়ে মোবাইল রিচার্জের দাম যখন ক্রমেই বাড়ছে, ঠিক তখনই গ্রাহকদের জন্য স্বস্তির খবর দিল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। মাত্র ২৭৯৯ টাকায় সংস্থাটি একটি বার্ষিক রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে, যার ভ্যালিডিটি পুরো ৩৬৫ দিন। এই প্ল্যানে রোজ ৩ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং ১০০টি এসএমএস পাওয়া যাচ্ছে। আসুন এই বার্ষিক প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

BSNL এর ২৭৯৯ টাকার প্ল্যানের সুবিধা

বিএসএনএল এর এই রিচার্জ প্ল্যানের সবচেয়ে বড় আকর্ষণ লম্বা ভ্যালিডিটি। একবার রিচার্জ করলেই প্রায় এক বছর নিশ্চিন্ত। আলাদা করে প্রতি মাসে রিচার্জের ঝামেলা নেই। তার উপর প্রতিদিন ৩ জিবি হাই-স্পিড ডেটা মিলবে।

প্রাইভেট টেলিকম সংস্থার সঙ্গে তুলনা

এখানেই BSNL কিছুটা এগিয়ে। আনলিমিটেড কলিং ও ডেটা সহ Jio, Airtel বা Vi এর বার্ষিক প্ল্যানগুলির দাম সাধারণত ৩,৩০০ থেকে ৩,৬০০ টাকার মধ্যে থাকে। অনেক ক্ষেত্রে দৈনিক ডেটা সীমা থাকে ২ জিবি। সেই জায়গায় BSNL কম দামে বেশি ডেটা দিচ্ছে।

৩৬৫ দিনের ভ্যালিডিটি

পুরো এক বছরের ভ্যালিডিটি মানে শুধু টাকা বাঁচানো নয়, সময়ও বাঁচানো। নম্বর সক্রিয় রাখার জন্য আর চিন্তা করতে হয় না। যারা সেকেন্ডারি নম্বর ব্যবহার করেন বা বাবা-মায়ের জন্য রিচার্জ করেন, তাদের কাছে এই প্ল্যান বেশ কাজের।

ডেটা ব্যবহারকারীদের জন্য বাড়তি সুবিধা

প্রতিদিন ৩ জিবি ডেটা দেওয়ায় ভিডিও দেখা, অনলাইন ক্লাস, অফিসের কাজ সহজেই করা যাবে। ফলে ডেটা শেষ হয়ে যাওয়ার টেনশন নেই।

আনলিমিটেড কলিং ও এসএমএস এর সুবিধা

এই প্ল্যানে লোকাল ও এসটিডি কল সম্পূর্ণ আনলিমিটেড পাওয়া যাবে। অর্থাৎ যেকোনো নেটওয়ার্কে কথা বলা যাবে অতিরিক্ত চার্জ ছাড়াই। সঙ্গে প্রতিদিন ১০০টি এসএমএস দেওয়া হচ্ছে।